রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ রবিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত শুভেচ্ছাবার্তা পাঠান তিনি।
এতে বলা হয়েছে, ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে একযোগে কাজ করতে চান প্রেসিডেন্ট শি জিনপিং।
বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।
প্রসঙ্গত, আজ রবিবার ৮০ বছরে পা রেখেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
Comments