
রাশিয়ার জনকূটনীতির শতবর্ষ ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক কনসার্ট ‘হারমনি অব ফ্রেন্ডশিপ’। রুশ হাউস, ঢাকার আয়োজনে আগামী ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে এ অনুষ্ঠান হবে।
রুশ হাউস জানায়, এ আয়োজন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হবে। রাশিয়া ও বাংলাদেশের জনগণের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করাই এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে থাকবে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বিশেষ শিল্প-পর্ব। রুশ শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও উপস্থাপনার মাধ্যমে রাশিয়ান সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরবেন। আয়োজকদের মতে, বৈচিত্র্যময় এই পরিবেশনা দুই দেশের জনগণের সাংস্কৃতিক সংলাপকে আরও সমৃদ্ধ করবে।
কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে রুশ হাউস গণমাধ্যম অংশীদারদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। তাঁদের মতে, নিয়মিত প্রচার-প্রকাশনা রাশিয়া–বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Comments