শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
Saturday, 20 April, 2024

হলুদ ফুলে পরীর আনন্দ বিলাস

নীল আকাশ আর শুভ্র মেঘ যেন জমিনে নেমেছে। স্থলভূমিতে বিছানো সরিষার হলুদ ফুলের মাদুর। চোখ জুড়ানো হলদে ফুলের মাঝে শাড়ি পরে দাঁড়িয়ে পরীমণি। তবে একা নন, তার সঙ্গী আরো কয়েকজন নারী। তাদের চোখে-মুখে আনন্দের উচ্ছ্বাস। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পরীমণি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার একটিতে এমন লুকে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। প্রিয় অভিনেত্রীর এমন হাস্যোজ্জ্বল মুহূর্ত দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। কাজী যুঁথি লিখেছেন, ‘পরীরা সব আকাশ থেকে মাঠে নেমে এসেছে।’ মেহেদি হাওলাদার লিখেছেন, ‘একঝাঁক পরী।’ ইতি লিখেছেন, ‘জীবনের এই আনন্দগুলোই সারা জীবন মনে রয়ে যায়।’ শিরিন লিখেছেন, ‘এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়।’ ফেসবুকে পোস্ট করা পরীমণির এসব ছবির পেছনে একটা গল্প রয়েছে। আর সে গল্পও পরীমণি জানিয়েছেন। তার ভাষায়, ‘এই ছবিগুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িতে বাবুকে ঘুমে রেখে একটা আননোন মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পড়লাম শাড়ি খুঁজতে। পাই না, পাই না, পাই তো পছন্দমতো হয় না, যাইহোক হলো। হতেই হতো আর কি!’ শাড়ি কেনার পর বিপত্তি বাধে ব্লাউজ নিয়ে। সেই গল্প জানিয়ে পরীমণি বলেন, ‘এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষমেশ। ওদিকে রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনো, পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের নিচে! এরই মধ্যে আমরা রেডি হয়ে মাঠে হিহি হাহা করতে করতে এত সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে পারলাম।’ পরীমণি বর্তমানে বরিশালে রয়েছেন। সেখানে তার কাজিনদের আগ্রহে এই ফটোসেশনের আয়োজন করেন পরীমণি। এ অভিনেত্রী বলেন, ‘মোট কথা হলো, ‘ও পরী আপু চলোনা সবাই একরকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি!’ এ কথা শুনে আমি এই মহাযজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘণ্টারও কম সময়ে।’ কাজিনদের উদ্দেশ্যে পরীমণি বলেন, ‘তোরা যখন আমার বয়সের হবি, তখন আমার মতো করে তোদের ছোটদের সাথেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়। কাজিনস ফরএভার।’    
হলুদ ফুলে পরীর আনন্দ বিলাস
নীল আকাশ আর শুভ্র মেঘ যেন জমিনে নেমেছে। স্থলভূমিতে বিছানো সরিষার হলুদ ফুলের মাদুর। চোখ জুড়ানো হলদে ফুলের মাঝে শাড়ি পরে দাঁড়িয়ে পরীমণি। তবে একা নন, তার সঙ্গী আরো কয়েকজন নারী। তাদের চোখে-মুখে আনন্দের উচ্ছ্বাস। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পরীমণি তার
বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
More News