মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
Tuesday, 13 May, 2025

এডিবির কাছে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

ইতালির মিলানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ৫৮তম বার্ষিক সভায় বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এডিবির কাছে দেশটির উন্নয়নে সহায়তার জন্য আবেদন করেছেন। তিনি বিশেষ করে ডিজিটাল সমতা, জলবায়ু অর্থায়ন, আঞ্চলিক সংযোগ এবং টেকসই অর্থায়নের মতো খাতে আরো সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশের উন্নয়নে এডিবির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে এডিবির সহায়তা প্রয়োজন। এছাড়া, দেশটির উন্নয়নের জন্য ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক সংযোগের বিষয়গুলোর ওপর আরও গুরুত্ব দেয়া দরকার। বৈঠকে, বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দাসহ অন্যান্য প্রতিনিধির সামনে তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। অর্থ উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন আরও সমৃদ্ধ করতে এডিবির সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তারা যুক্তরাজ্য এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগীদের কাছেও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করছেন, যাতে সহায়তা আরও বাড়ানো যায়।
এডিবির কাছে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা
ইতালির মিলানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ৫৮তম বার্ষিক সভায় বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এডিবির কাছে দেশটির উন্নয়নে সহায়তার জন্য আবেদন করেছেন। তিনি বিশেষ করে ডিজিটাল সমতা, জলবায়ু অর্থায়ন, আঞ্চলিক সংযোগ এবং টেকসই অর্থায়নের মতো খাতে আরো সহযোগিতা
অস্থির নিত্যপণ্যের বাজার
More News