গণমাধ্যমে মার্কিন জনগণের অনাস্থা কমছে
আমেরিকান জনগণ বহুদিন ধরেই গণমাধ্যমের পক্ষপাতিত্বের বিষয়টি উপলব্ধি করে আসছে। গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপ ১৯৭২ সালে প্রথম আমেরিকানদের জিজ্ঞাসা করেছিল "গণমাধ্যমের উপর আপনার কতটুকু আস্থা আর বিশ্বাস রয়েছে?" জরিপে অংশ নেয়া ৬৮ শতাংশ ব্যক্তি উত্তর দিয়েছিলেন "অনেক আস্থা" বা "ন্যায্য পরিমাণ।"