মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
Tuesday, 17 September, 2024

জার্মানি, জাপান ও ইরাকে নিয়োজিত রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

কূটনৈতিক প্রতিবেদক,ঢাকাডিপ্লোমেটডটকম
  03 Sep 2024, 23:16

জনপ্রশাসন মন্ত্রণালয়

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জার্মানি, জাপান ও ইরাকে নিযুক্ত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তিন রাষ্ট্রদূতের চুক্তিতে থাকা অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।

সাবেক তিন আমলা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদ ও মো. ফজলুল বারী যথাক্রমে জার্মানি, জাপান ও ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। গত ১৪ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা দাপ্তরিক আদেশে ৭ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। তাঁদের মধ্যে সেদিন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমদকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হলেও মো. ফজলুল বারীকে দেশে ফেরার নির্দেশনা ছিল না।

প্রসঙ্গত, গত মাসে পৃথক পৃথক নির্দেশনায় জার্মানি ও জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ায় রাষ্ট্রদূত কামরুল আহসান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে ফিরতে বলা হয়। তাঁরা স্বাভাবিক চাকরির মেয়াদ শেষে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন। একই দিন পৃথক এক প্রজ্ঞাপনে প্রেষণে মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিযুক্ত নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, মালদ্বীপ ছাড়া অন্য ছয় মিশনের শীর্ষ কূটনীতিকদের দায়িত্ব ছেড়ে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার জন্য চার সপ্তাহের সময় দিয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছিল।

সৌদি আরবে চুক্তিতে নিযুক্ত রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী ২৮ তারিখ দায়িত্ব ছেড়ে রিয়াদ ত্যাগ করেছেন। অসমর্থিত সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি পাশ্চাত্যের একটি দেশে চলে গেছেন।

Comments

  • Latest
  • Popular

অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে: ফখরুল

ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে নির্দেশ প্রধান উপদেষ্টার

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিএমপির কাছে হস্তান্তর

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে আরও ২৬৭

হাসিনার সঙ্গে আসামি হলেন অরুনা-প্রাচী

মমতার ডাকে বৈঠকে রাজি আন্দোলনকারীরা

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র

ছুটির দিনেও আশুলিয়ায় ১৪০০ কারখানায় চলছে কাজ

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

১০
বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশকে ১০০ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। বৃহস্পতিবার
ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা 
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির
পররাষ্ট্রমন্ত্রীকে মোহাম্মদ বিন সালমানের অভ্যর্থনা 
পবিত্র হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
আমাদের মূল চালিকাশক্তি অসাম্প্রদায়িকতার প্রতীক পয়লা বৈশাখ : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অসাম্প্রদায়িকতা আমাদের জাতির মূল
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'