
নিজস্ব প্রতিবেদক: কোরিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কোরিয়া দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘২০১৭ কে-পপ কনটেস্ট ঢাকা’। ১৯ মে ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব। ঢাকায় কোরিয়া দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি দল। এরমধ্যে গায়ক মো: আইয়ুব আলী তানভীর প্রতিযোগিতায় প্রথম হন। এক্সপ্রেস ডি ক্রু প্রথম রানার আপ, ব্লু পপারস ড্যান্স ক্র ও ডি পজিটিভড্যান্স ক্র দ্বিতীয় রানার আপ হয়।
এসময়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ‘অবৈতনিক দূত’ আখ্যা দিয়ে ঢাকায় কোরিয়ার রাষ্ট্রদূত আন সেয়ং দো বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে কোরীয়দের বোঝাতে এই দূতেরা সহযোগিতা করছেন।
Comments