শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
Saturday, 13 December, 2025

সৌদির কাছে বাকিতে জ্বালানি সহযোগিতা চায় বাংলাদেশ

  01 Feb 2023, 22:50

সৌদি আরবের জাতীয় তেল-গ্যাস উৎপাদনকারি প্রতিষ্ঠান এরাামকো থেকে বাকিতে জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসলে সৌদির কাছে এই সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহাদ আল-সৌদের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ বার্তা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে পৌছে দেন সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে সৌদি সফরের আমন্ত্রণ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে অত্যন্ত আন্তরিক পরিবেশে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যূগুলো নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরব সফরের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহাদ আল-সৌদের আমন্ত্রণপত্র পৌছে দেন রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান। পররাষ্ট্রমন্ত্রী সৌদির আমন্ত্রণ গ্রহণ করে জানান যে কূটনৈতিক চ্যানেলে সৌদি সফরের দিন-ক্ষণ চূড়ান্ত করা হবে।


রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা, মানবসম্পদসহ দুইপক্ষের সম্পর্কে অর্ন্তভুক্ত ইস্যূগুলো নিয়ে সাক্ষাতে আলাপ হয় এবং উভয়েই দুইপক্ষের ইস্যূগুলোতে অগ্রগতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এই সময়ে পররাষ্ট্রমন্ত্রী জানান যে নিয়ম সিটি নামে সৌদি যে আধুনিক অবকাঠামো নির্মাণ করছে সেখানে বাংলাদেশ দক্ষ জনশক্তি পাঠাতে প্রস্তুত রয়েছে। প্রযোজনে সৌদির চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি প্রস্তুত করতে বাংলাদেশ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রশিক্ষণ সংস্থাকে দায়িত্ব দিতে প্রস্তুত রয়েছে।

জ্বালানি খাতে দেশে সৌদির বিনিয়োগের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী সৌদি বিনিয়োগকারিদের কাছ থেকে ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পে আরো বিনিয়োগ প্রত্যাশা করেন। ইউরোপে চলমান রাজনৈতিক অস্থিরতার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি এবং তেল ইস্যূতে সৌদি আরবের সহযোগিতা চান। এই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে সৌদি আরবের জাতীয় তেল-গ্যাস উৎপাদনকারি প্রতিষ্ঠান এরাামকো থেকে বাকিতে জ্বালানি সহযোগিতা পাওয়া গেলে বাংলাদেশ উপকৃত হবে। এমন প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি রাষ্ট্রদূত তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তুবটি উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেন। সৌদি রাষ্ট্রদূত আরো জানান যে বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী সৌদিতে সার কারখানা স্থাপনে দেশটি প্রস্তুত আছে।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, গঠনমূলক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর

নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ভারত সফরে যা যা করবেন পুতিন

পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা

শুক্রবার ধানমন্ডিতে ‘হারমনি অব ফ্রেন্ডশিপ’ সাংস্কৃতিক কনসার্ট

সংসদ নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বাড়াতে উদ্ভাবনী প্রচার কৌশল গ্রহণের পরামর্শ দিলেন তথ্য সচিব

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি

১০
বাংলাদেশ–কুয়েত প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ ১৯ অক্টোবর ঢাকাতে অনুষ্ঠিত হয়। এই সংলাপে বাংলাদেশের
বাংলাদেশ ‍দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ ‍দূতাবাসে গতকাল (৩০ সেপ্টেম্বর ২০২৫) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তানের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালকের বৈঠক
  উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল বুধবার (২৭ আগস্ট ২০২৫) উজবেকিস্তানের স্বনামধন্য
রিয়াদে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস  পালিত হয়েছে। এই উপলক্ষে গত
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'