উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল বুধবার (২৭ আগস্ট ২০২৫) উজবেকিস্তানের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সাথে বৈঠক করেন। এ সময় দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করে বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার সম্পর্কের মাত্রা ও ব্যাপ্তিকে আরো গভীর ও প্রসারিত করার জোর গুরুত্ব আরোপ করেন। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতের পাশাপাশি খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু জনিত পরিবর্তন মোকাবিলায় দু'দেশ তাদের অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান আদান প্রদানের মাধ্যমে উপকৃত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ মর্মে বাংলাদেশের একই ধরনের একটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে তিনি মতামত প্রকাশ করেন, যা দু’টি প্রতিষ্ঠানের মধ্যে গবেষক ও গবেষণাপত্র বিনিময়কে সহজতর ও ফলপ্রসূ করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
পরিচালক জাভলন ভাখাবোভ তাঁর প্রতিষ্ঠানের গঠন ও কর্ম পরিধির উপর একটি উপস্থাপনা তুলে ধরে মধ্য এশিয়ার দেশসমূহের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের বোঝাপড়া ও অগ্রগতি সম্পর্ককে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ ও সহযোগিতাকে আরো অর্থবহ ও কার্যকরী করতে উজবেকিস্তান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের উল্লেখ করেন। বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের বহুমাত্রিকতার উপর আলোকপাত করে তিনি বাংলাদেশের উপযুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে তাঁর আগ্রহ প্রকাশ করেন।
দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহকে ত্বরান্বিত করার লক্ষ্যে উভয়ই আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।
Comments