
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন।
অনুষ্ঠানে মরিশাসের গৃহায়ণ ও ভূমি মন্ত্রী শাকিক আহমেদ ইউসুফ আবদুল রাজাক মোহাম্মেদ ( Shakeel Ahmed Yousuf Abdul Razack Mohammed), শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উতীম ( Muhammad Reza Cassam UTEEM), এবং প্রধান নির্বাচন কমিশনার এম. আই. আবদুল রহমান ( M. I. Abdool RAHMAN) সহ দেশটির ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র 'FERA' এবং ‘SRABON BIDROHO' প্রদর্শন করা হয়।
মরিশাস প্রজাতন্ত্রের গৃহায়ণ ও ভূমি মন্ত্রী শাকিল আহমেদ ইউসুফ আবদুল রাজাক মোহাম্মেদ তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের উন্নয়নকে বিশ্ব অঙ্গনের নিয়ে আসার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।
মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্ক মন্ত্রী মোহাম্মদ রবজা কাসাম উতীম তাঁর বক্তব্যে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের অবদানের জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মী আনার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করার আশা ব্যক্ত করেন।
মরিশাসের প্রধান নির্বাচন কমিশনার এম. আই. আবদুল রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন প্রত্যক্ষ করার জন্য বাংলাদেশে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
মরিশাসে নিযুক্ত হাইকমিশনার ড. জকি আহাদ তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা, মা, বোন, কন্যা, যারা তাদের সর্বোচ্চ মর্যাদা উৎসর্গ করেছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
তিনি বিজয় দিবসে উপস্থিত অতিথি ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণ রূপ দিতেই '২৪ এর জুলাই-আগস্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থান। '৭১ ও '২৪ এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান।
হাইকমিশনার অনুষ্ঠানে উপস্থিত মরিশাসের ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশ্য বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের একটি দ্রুততম উন্নয়নশীল দেশ, গত এক দশক ধরে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ হয়ে এশিয়ান টাইগার (Asian Tiger) হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বেসরকারি অর্থনৈতিক অঞ্চলসহ ১০০টিরও বেশি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করেছে। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ রয়েছে, এই ক্ষেত্রে, সরকার ভূমি সুবিধাসহ অন্যান্য সকল সহায়তা এবং প্রণোদনা প্রদান করে।
হাইকমিশনার বাংলাদেশের গৌরবময় মহান বিজয় দিবস অনুষ্ঠানে যোগদানের জন্য মরিশাসের গৃহায়ণ ও ভূমি মন্ত্রী, শ্রম ও শিল্প সম্পর্ক মন্ত্রী এবং প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। হাইকমিশনার তার বক্তব্যে দুই দেশের মধ্যে স্থায়ী ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধনের উপর জোর দেন। তিনি মরিশাস-বাংলাদেশ বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব চিরকাল টিকে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বাগতিক দেশের উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও চেম্বার এন্ড কমার্স এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যম কর্মী, বাংলাদেশি কমিউনিটির সদস্য, প্রবাসী বাংলাদেশি এবং অত্র হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ২০০ জন অতিথি বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাইকমিশনারের উপস্থিতিতে সম্মানিত অতিথিবৃন্দ মহান বিজয় দিবসের কেক কাটেন। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়িত করা হয়। অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারসহ বিভিন্ন ধরণের খাবারের আপ্যায়ন করা হয়, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়। বিজয় দিবসের অনুষ্ঠানটি মরিশাসের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।
উল্লেখ্য, হাইকমিশনার ড. জকি আহাদ ১৬ ডিসেম্বর সকালে হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ হাই কমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
Comments