সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
Monday, 19 January, 2026

পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  18 Oct 2025, 10:15
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি ছবি: ঢাকায় আলজেরিয়ার দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে দুই দেশের ইতিহাস।
শুক্রবার সকালে বারিধারায় আলজেরিয়া দূতাবাসে দেশটির ন্যাশনাল ইমিগ্রেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশে আলজেরিয়া দূতাবাস ১৯৬১ সালের ১৭ অক্টোবরের হত্যাকাণ্ডের ৬৪তম বার্ষিকী স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিসে ১৯৬১ সালে আলজেরীয়দের ওপর চালানো রক্তাক্ত দমন-পীড়নের স্মৃতিতে হত্যাকাণ্ডের দিনটি ২০২১ সাল থেকে আলজেরিয়ায় ন্যাশনাল ইমিগ্রেশন ডে হিসেবেও পালন করা হচ্ছে।
প্যারিসের ঐতিহাসিক দিনটির উল্লেখ করে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেন, ‘এই দিনটি শুধু শোক প্রকাশের জন্য নয়—এটি সাহসকে সম্মান জানানোর, সত্যকে পুনরুদ্ধার করার এবং আমাদের সাধারণ মানবিকতাকে পুনর্ব্যক্ত করার দিন।’
তিনি বলেন, ‘প্যারিসে শীতের সেই রাতে ৩০ হাজারের বেশি আলজেরীয় পুরুষ, নারী এবং এমনকি শিশুরাও শান্তিপূর্ণভাবে শহরের রাজপথে নেমেছিল। তারা ফ্রান্সে মুসলিমদের ওপর আরোপিত বৈষম্যমূলক কারফিউর প্রতিবাদে এবং আলজেরিয়ার স্বাধীনতার দাবিকে সামনে আনার লক্ষ্যে, জাতীয় মুক্তি ফ্রন্টের ফরাসি শাখার আহ্বানে রাস্তায় নেমেছিল। তাদের হাতে ছিল না কোনো অস্ত্র—ছিল কেবল ন্যায়বিচার, মর্যাদা ও স্বাধীনতার স্বপ্ন।’
আবদেলউহাব সাইদানি বলেন, ‘কিন্তু তাদের (বিক্ষোভকারীরা) জন্য আলোচনা নয়, অপেক্ষা করছিল অন্ধকার। রাষ্ট্র শান্তিকে রুখে দিয়েছিল সহিংসতা দিয়ে, মানবতার জবাব দিয়েছিল ঘৃণার মাধ্যমে। অনেকে নির্যাতনের শিকার হন, গুলিবিদ্ধ হন কিংবা সেন নদীতে নিক্ষিপ্ত হন। তাঁদের আর্তনাদ হারিয়ে যায় রাতের নিস্তব্ধতায়, কিন্তু তাঁদের সাহস উজ্জ্বল হয়ে ওঠে সেই নীরবতার মধ্যেই।’
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, এটি ছিল ফরাসি ঔপনিবেশিক শাসনের অন্যতম নৃশংস দমন-পীড়নের একটি অধ্যায়, যা অন্যায়ের নিষ্ঠুরতা ও এক অবিনাশী জাতির অদম্য ইচ্ছাশক্তিকে যুগপৎভাবে তুলে ধরে। তাঁর মতে, ১৭ অক্টোবরের সেই গণহত্যা আলজেরীয় জাতিকে দমন করতে পারেনি; বরং উল্টো তাদের আরও উদ্দীপ্ত করেছিল। এটি পরিণত হয়েছিল স্বাধীনতার চূড়ান্ত পথের এক প্রজ্বালিত স্ফুলিঙ্গে—ভয়ের ওপরে ঐক্যের জয় ঘোষণাকারী এক অমর দলিল। বিশ্ব যদিও দেরিতে প্রতিক্রিয়া জানিয়েছিল, ইতিহাস কিন্তু মনে রেখেছে। সেন নদী হয়তো তাঁদের দেহগুলো বহন করেছিল, কিন্তু তাঁদের গল্প নয়। তাঁদের সাহস প্রবাহিত হয়েছে একটি জাতির অন্তরে এবং সমগ্র মানবতার বিবেকের মধ্যে।
আলজেরিয়ার জন্য স্মৃতির দিনটি বাংলাদেশের মানুষের হৃদয়েও গভীরভাবে নাড়া দেয় উল্লেখ করে রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, ‘আমরাও জানি স্বাধীনতার মূল্য—আমরাও বুঝি ত্যাগের ভার, শোকের যন্ত্রণা এবং দৃঢ়তার বিজয়। আমাদের ইতিহাস আলাদা ভূমিতে লেখা হলেও সাহসের একই কালি দিয়ে রচিত।’

Comments

  • Latest
  • Popular

ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার পরামর্শ

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছেছেন

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, জানালেন বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত

ভেনেজুয়েলার ঘটনা উদ্বেগের সঙ্গে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

গুণগতমান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের  নির্মাণ কাজ শেষ করার নির্দেশ

মায়ের অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

মায়ের শেষ বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
“জুলাই গণঅভ্যুত্থান দিবস“ উদযাপন করেছে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন
জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে গত ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস“ উদযাপন করেছে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'