ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দলকে মিয়ানমারে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলে ১০ জন সদস্য আছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে এই উদ্ধারকারী দলটি বিশেষ উড়োজাহাজে গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের নেতৃত্বে তিনজন কর্মকর্তা ও সাতজন ফায়ার ফাইটার এই উদ্ধারকারী দলে আছেন।
প্রসঙ্গত, এর আগেও ২০২৩ সালে তুরস্কে ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল।
Comments