রোববার, ০৭ ডিসেম্বর, ২০২৫
Sunday, 07 December, 2025

আর্মি স্টেডিয়ামে দর্শকদের হৃদয় ছুয়ে দিলেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন ডেস্ক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  22 Dec 2024, 12:37
ঢাকার আর্মি স্টেডিয়ামে গাইছেন রাহাত ফতেহ আলী খান..................................ছবি: সংগৃহীত

সুফি সংগীতে ফতেহ আলী খান পরিবার গত কয়েক দশক যাবত গোটা উপমহাদেশের সুরপিয়াসিদের হৃদয় নিয়ন্ত্রণ করছেন নিজেদের সুরের লহমায়।  আর সেই পরিবারের সদস্য রাহাত ফতেহ আলী খান এদেশে আসবেন আর গাইবেন সেটা অবশ্যই বাংলাদেশী সংগীত সমঝদারদের জন্য নিঃসন্দেহে আরাধ্য। সুর যখন হৃদয় ছুঁয়ে যায়, ধ্যানমগ্ন করে,  হৃদয়ের গহীনে ভালোবাসার অনুরণন তৈরি করে তখন সে সুরের কারিগর অগণিত ভক্ত ও শ্রোতাদের কাছে আরাধ্যের বিষয়ই হয়ে থাকে।

লাল সবুজের ভূখন্ডের সুজলা সুফলা বাংলাদেশেও পূর্ব পুরুষদের ধারাবাহিকতায় নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন রাহাত ফতেহ আলী খান।

এদেশীয় শ্রোতাদের বুকের জমিনে নিজের মজবুত ভিত্তি তৈরি করে এদেশীয় শ্রোতাদের হৃদয়পটকে রীতিমতো শাসন ও নিয়ন্ত্রণ করছেন রাহাত ফতেহ আলী খান। আর সে কারণে গত কয়েকদিন যাবত এদেশের সুরের কাঙ্গালরা রাহাত ফতেহ আলী খান জ্বরে ভুগছিলেন। আর শনিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে সুরের সমুদ্রে স্নাত হয়ে সে জ্বর নেমে গেলো।

উপমহাদেশের সংগীত কিংবদন্তি সুফি গানের দিকপাল নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী খানের সুরের মূর্চ্ছনায় নিজেদের বিলিয়ে একাকার করে দিয়ে সংগীত ও শিল্পীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন বাংলাদেশের সুরের তৃষ্ণার্তরা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাহাত ফতেহ আলী খান এলেন, গাইলেন, সুরের বৃষ্টিতে অগণিত শ্রোতাদের ভিজিয়ে দর্শক শ্রোতাদের  মানসপটে তাল, লয় ও মেলোডির ঢেউ তুলে দিয়ে পৌষের কনকনে শীতের রাতকেও উষ্ণতার চাদরে ঢেকে দিলেন। 
জুলাই অভ্যুত্থানে এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের জন্য এক সমুদ্র সুরের ঢেউ তুলে দিয়ে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রাহাত ফতেহ আলী খান। 
ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে গিয়ে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিল গঠনে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামের এ কনসার্টের আয়োজন করে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম। 

গান দিয়েই সুরের ঝাঁপি খোলেন সুরের যাদুকর রাহাত ফতেহ আলী খান। এরপর পর্যায়ক্রমে পরিবেশন করেন ভক্ত ও শ্রোতাদের মুখে মুখে ফেরা নিজের জনপ্রিয় সব গান। আর জনপ্রিয় সেসব গানের মধ্যে 'মেরে রিশকে কামার, আফরি, ওরে পিয়ারে, তুম জো আয়ে, দিল লাগি, আস পাস খুদা,তেরে মাস্ত মাস্ত দোনে, সানু ইক পাল চ্যায় না,দিল দিয়া গাল্লাসহ নিজের সব জনপ্রিয় গানের সুষমায় ধ্রুপদী করে তোলেন পৌষের রাতকে।

যাদুকরি কন্ঠের অনন্য গায়কীতে কানায় কানায় পরিপূর্ণ রাতের আর্মি স্টেডিয়ামে মায়ার জাল ছড়িয়ে দেন ২০০৩ সালে ‘পাপ’ সিনেমার ‘মন কি লাগান’ গানের  মাধ্যমে বলিউডে প্লেব্যাকে নিজের অভিষেক ঘটানো এ গানওয়ালা। দর্শক শ্রোতাদের ‘ওয়ান মোর ওয়ান মোর’ ধবনিতে গানের আবেদন আর অনুরোধে কন্ঠ থেকে সুর ছড়াতে কার্পণ্য করেননি পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া এ সুফি শিল্পী। কাওয়ালি ও বলিউড সিনেমার গানের সংমিশ্রণে ভিন্ন এক আবহ তৈরি করেন শীতের আর্মি স্টেডিয়ামে।

শিল্পী যেমন হৃদয় উজাড় করে কন্ঠ থেকে সুরের সুধা ছড়িয়েছেন ঠিক তেমনই দর্শক শ্রোতারাও মুহুর্মুহু করতালিতে স্টেডিয়াম প্রকম্পিত করে শিল্পীকে অভিনন্দনে সিক্ত করেছেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় উপমহাদেশের প্রথম নন-ফিল্ম মিউজিক ভিডিও ‘ব্যাক টু লাভ’ অ্যালবামের ‘জরুরি থা’ গানটি এক বিলিয়ন ভিউ অতিক্রম করার পর শিল্পীকে দশ বছর আগে অনন্য উচ্চতায় উন্নীত করার পর এক দশকেও সে গানটির আবেদন একটুও কমেনি। জরুরি থা গানটির প্রথম লাইন শেষ হওয়ার আগেই এদেশীয় ভক্তদের উল্লাস আর উচ্ছাসের বাঁধভাঙ্গা জোয়ারে নাচের উন্মাদনায় আবৃত হয়ে পড়ে গোটা আর্মি স্টেডিয়াম। 

নন্দিত রাহাত ফতেহ আলী খানের আগে সিলসিলা ব্যান্ডের কাওয়ালি দিয়ে শুরু হয় কনসার্ট। তারপর একে একে গান পরিবেশন করেন র‍্যাপার হান্নান, র‍্যাপার সেজান, আফটারম্যাথ, চিরকুট, আর্টসেল ইত্যাদি ব্যান্ড দল। 

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জুলাই অভ্যুত্থানে হাত হারানো গাজী আতিক, শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ ও শহীদ আহনাফ ফাইয়াজের মা। 

সারজিস আলম বলেন, খুনি হাসিনার গুলিতে আমাদের ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করেছেন। যার কারণে তাদের কাছে আমাদের অনেক ঋণ। 

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার লক্ষ্যেই এ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন কখনো নগদ টাকা গ্রহণ করে না। বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফাউন্ডেশনের তহবিল গঠন করা হয়ে থাকে। আমরা গণঅভ্যুত্থানকে যেভাবে সফল করেছি সংস্কার প্রক্রিয়াকেও সেভাবে সফল করবো৷

হাত হারানো গাজী আতিকুল ইসলাম বলেন, লুটপাট গুম,হত্যা, চাঁদাবাজি কি করেননি ফ্যাসিস্ট খুনি হাসিনা। ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচার হাসিনা সবকিছু করেছেন। পিলখানায় আমাদের ৫৭ জন গণহত্যা, শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করে হাসিনা গোটা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন। যেকোনো মূল্যে এদেশে খুনি হাসিনার বিচার করা হবে। 

খোকন চন্দ্র বর্মন বলেন, আরেক দেশে বসে থেকে খুনি হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে দেশে ফিরিয়ে এনে মানুষ হত্যার বিচার করতে হবে। 

শহীদ আহনাফ ফাইয়াজের মা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন,  আমাদের আশেপাশে স্বৈরাচারের যেসব দোসররা ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। খুনি হাসিনাকে ফাঁসি না দিলে আমার আহনাফ ফাইয়াজের মত কোনো শহিদের আত্মা শান্তি পাবেনা। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই। 

‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ও ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই’ এমন স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গোটা আর্মি স্টেডিয়াম।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, গঠনমূলক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর

নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ভারত সফরে যা যা করবেন পুতিন

পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা

শুক্রবার ধানমন্ডিতে ‘হারমনি অব ফ্রেন্ডশিপ’ সাংস্কৃতিক কনসার্ট

সংসদ নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বাড়াতে উদ্ভাবনী প্রচার কৌশল গ্রহণের পরামর্শ দিলেন তথ্য সচিব

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি

নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা

১০
১৪ দিনের লড়াই শেষ, স্তব্ধ হলো ফরিদা পারভীনের কণ্ঠ
তাঁর কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়েছে বাংলাদেশ। তাঁর দৃপ্ত গায়কির আকর্ষণ আচ্ছন্ন করেছে বাংলা গানের শ্রোতাদের।
ঢাকায় রাশিয়ান হাউজে লোকগানের উৎসব “দোব্রোভিদেনির”র বিশেষ প্রদর্শনী
গত ৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে পিতৃভূমির রক্ষকের বর্ষ এবং মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম
ঢাকাস্থ রাশিয়ান হাউজে উদযাপিত হলো ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’
২০২৫ সালের ১০ জুলাই ঢাকাস্থ রাশিয়ান হাউজে ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’ উপলক্ষে এক আনুষ্ঠানিক
ঢাকা ছাড়ার আগে স্ত্রীকে যাত্রী সাজিয়ে চালকের আসনে জার্মান দূত
স্ত্রী বেটিনা টোস্টারকে রিকশায় সওয়ারি বানিয়ে চালকের আসনে বসলেন জার্মান রাষ্ট্রদূত আখিম টোস্টার। চললেন কিছুটা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'