মরুভূমির প্রান্তর দেখিনি
দেখেছি আমার চোখের নির্বিঘ্ন জলাশয়,
সমুদ্রের জলোচ্ছ্বাসের উত্তাল ঢেউয়ের শব্দ শুনিনি
শুনেছি আমার হৃদকম্পনের আলোড়নের আওয়াজ।।
ভালোবাসার রূপ দেখিনি
দেখেছি ষড়ঋতুর বহুরূপের মহিমায় প্রকৃতির সৌন্দর্য ;
পৃথিবীর গভীরতা দেখিনি
দেখেছি আমার প্রতি তার ভালোবাসা।।
পাহাড়ের চূড়ায় ঝর্ণার ক্রন্দনের তেজ শুনিনি
শুনেছি ঝর্ণার কথা বলায় অটুট বিশ্বাস।।
Comments