
রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন
রাজধানীর মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে রাস্তায় যানজটের কারণে এখনো পৌঁছাতে একটু দেরি হয়েছে।
তবে আগুনের কারণ ও হতাহত সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেননি রোজিনা আক্তার।
Comments