বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Thursday, 31 July, 2025

চাদে তর্ক থেকে স্বর্ণখনির শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক
  31 May 2022, 19:22
চাদে স্বর্ণখনিতে কাজ করছেন শ্রমিকরা। ছবি: এএফপি

চাদে স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০০ শ্রমিক নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪০ জন।

গতকাল সোমবার (৩০ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম এ তথ্য জানান।

স্বর্ণখনিটি যে এলাকায় অবস্থিত সেটি রাজধানী এনজামেনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মধ্য সাহারার একটি অসম তিবেস্তি পর্বতমালা। এই স্বর্ণখনিতে গত ২৩ মে ওই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, খনির দুই শ্রমিকের তর্ক থেকে ওই ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। পরে মরিটানিয়া ও লিবিয়ার শ্রমিকরা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবারই প্রথম নয়, স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আপাতত স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, চাদের মানবাধিকার কমিশনের প্রধান মহামাত নুর ইবেদু এএফপিকে বলেছেন, লড়াই শুরু হওয়ার পর সরকার সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করেছিল। এ তথ্য সঠিক। তবে তারাই বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে।

ঘটনাটি গত বুধবার (২৫ মে) প্রথম প্রকাশ্যে আসে। এদিন চাদের যোগাযোগ মন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা এক বিবৃতিতে ওই সংঘর্ষের কথা জানিয়েছিলেন।

এদিকে ওই এলাকায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে স্থানীয়দের ওপর অত্যধিক বলপ্রয়োগ উঠেছে। এমনকি তাদের বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যার অভিযোগও উঠেছে।

গতকাল সোমবার (৩০ মে) ওই অঞ্চলের এক বিদ্রোহী গোষ্ঠী মিলিটারি কমান্ড রেসকিউ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, চাদের তিবেস্তি পর্বতমালা এলাকায় নিরাপত্তা বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে চাদের তিবেস্তি পর্বতমালায় স্বর্ণখনি পাওয়া যায়। তারপরই শাদ এবং প্রতিবেশী দেশগুলো থেকে সেখানে ব্যাপক হারে খনি শ্রমিকদের আগমন ঘটে। সেখানে শ্রমিকদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রায় সংঘর্ষ ঘটে।

Comments

  • Latest
  • Popular

প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জুলাই যোদ্ধাদের স্মরণে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল ভারতীয় হাই কমিশন

কার্যক্রম শেষে ভারতীয় মেডিকেল টিমের ঢাকা ত্যাগ

সিশেলসে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক হাই কমিশনার ড. জকি আহাদের পরিচয়পত্র পেশ

মাইলস্টোন ট্রাজেডি: শিক্ষিকা মাসুকার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া, দাফন সম্পন্ন

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

বিমান বিধ্বস্ত: জাতিসংঘ ও বিভিন্ন দেশের শোক

ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : প্রাণহানির ঘটনায় নরেন্দ্র মোদির শোক

মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

১০
প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জুলাই যোদ্ধাদের স্মরণে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন
জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে জুলাই যোদ্ধাদের স্মরণে সপ্তাহব্যাপী ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন করেছে প্রিটোরিয়ায়
সিশেলসে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক হাই কমিশনার ড. জকি আহাদের পরিচয়পত্র পেশ
বাংলাদেশের নবনিযুক্ত অনাবাসিক হাই কমিশনার ড. জকি আহাদ গত মঙ্গলবার (২২ জুলাই) সিশেলসের স্টেট হাউসে
আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য আলজেরিয়ার সঙ্গে  দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে বলে
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু
পোর্ট লুইসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে। আজ এ কার্যক্রম উদ্বোধন করেন
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'