রোববার, ১২ জানুয়ারি, ২০২৫
Sunday, 12 January, 2025

মেজাজ হারিয়ে শাস্তির কবলে তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট:
  10 Jan 2025, 21:23
অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান তামিম ইকবাল...................................ছবি: সংগৃহীত

জাতীয় দলের জার্সি গায়ে তোলেন না এক বছরেরও বেশি সময় ধরে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেশের অন্যতম সেরা এ ব্যাটার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন তিনি। শুধু কি তাই? ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাচ্ছেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দেশের ক্রিকেট ইতিহাসে নতুন কীর্তি গড়লেন তামিম। 

৩৫ বছর বয়সী এ ওপেনার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮ হাজার রান পূর্ণ করেছেন। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম রংপুর রাইডার্সের বিপক্ষে এ অর্জন ছুঁয়েছেন। ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ২৭২তম টি-টোয়েন্টি ম্যাচে এ অসাধারণ মাইলফলক অর্জিত হয়েছে।  

তবে অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ২৬ রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। 

দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার। 

মাঠের অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল তামিমকে মৌখিক সতর্ক করেছেন। সে সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে।

ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

বিতর্কিত ঘটনাটির সূত্রপাত, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন। বরিশাল অধিনায়ক সেটা ভালোভাবে নেননি।

হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান। এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এ দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান তামিম। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

ম্যাচ শেষে হেলস বলেছেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সে প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।

Comments

  • Latest
  • Popular

ইউনূস বললেন টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত, বরখাস্তের আহ্বান কনজারভেটিভ নেতার

ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি: আপিল বিভাগের আদেশ

ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল

সব শিক্ষার্থী কবে বই পাবে জানালেন উপদেষ্টা

লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে

নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন: সিইসি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ সাকিব

সুশাসনের ফলে টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর

বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন

১০
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ সাকিব
বোলিং অ্যাকশন পরীক্ষায় টানা দ্বিতীয়বার ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ঘোষণা তামিমের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার
৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী
কনসার্টে নয়, বিনিয়োগ হোক ক্রিকেটে: তামিম
দেশসেরা ব্যাটার তামিম ইকবাল বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে বড়
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'