
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তাঁর ছেলে তারেক রহমান।
জানাজায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।’
মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান
ছবির উৎস, বিএনপি
ছবির ক্যাপশান,মায়ের পক্ষ থেকে ক্ষমা চান তারেক রহমান
বিবিসি বাংলা জানায়,
খালেদা জিয়ার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান।
সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামের রীতি অনুযায়ী তিনি বলেন, ''কারো কাছে খালেদা জিয়ার ঋণ থাকলে আমাকে জানাবেন। আমি অবশ্যই পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ''।
''একই সাথে ওনার কোনো ব্যবহারে বা কথায় আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন''।
প্রথম আলো জানায়,
বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে।
Comments