নিউ ইয়র্কের সংশোধনাগারে বন্দিকে পিটিয়ে হত্যার ঘটনার প্রেক্ষিতে সংশোধনাগার সংস্কারের নির্দেশ দিয়েছেন রাজ্য গভর্নর ক্যাথি হোকুল। স্থানীয় সময় সোমবার (৩০ ডিসেম্বর) তিনি এ আদেশ দেন। চলতি মাসের শুরুর দিকে এক কৃষ্ণাঙ্গ বন্দিকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত সংশোধনাগার কর্মকর্তাদের বরখাস্তের প্রক্রিয়া শুরু করেছেন বলে উল্লেখ করেন তিনি।
গভর্নরের অফিস এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, তিনি নিউ ইয়র্কের কেন্দ্রীয় অংশে অবস্থিত মার্সি সংশোধনাগার পরিদর্শন করেছেন। যেখানে বন্দি রবার্ট ব্রুকসকে পেটানোর ঘটনা সংশোধনাগার কর্মীদের বডি-ক্যামেরায় ধরা পড়ে।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস গত সপ্তাহে ওই ঘটনার ভিডিও প্রকাশ করেছেন এবং ব্রুকসের মৃত্যুর তদন্ত শুরু করেছেন। গভর্নর হোকুল মার্সি সংশোধনাগারে কিছু বন্দির সঙ্গেও কথা বলেছেন।
গভর্নর হোকুল এক বিবৃতিতে বলেছেন, 'আজ আমি সেই ঘরে দাঁড়িয়েছিলাম যেখানে রবার্ট ব্রুকসকে হত্যা করা হয়েছিল। এই অপ্রয়োজনীয় প্রাণহানির ঘটনায় আমি আবারও মর্মাহত এবং যারা এই নৃশংসতায় জড়িত তাদের নিষ্ঠুর কাজ দেখে গভীরভাবে ক্ষুব্ধ হয়েছি।
তিনি আরও বলেন, 'প্রতিষ্ঠানটি মি. ব্রুকসকে ব্যর্থ করেছে, এবং যতক্ষণ না এখানে উল্লেখযোগ্য সাংস্কৃতিক পরিবর্তন আনা হচ্ছে, আমি সন্তুষ্ট হতে পারব না।'
ব্রুকসের পরিবারের আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
৪৩ বছর বয়সী রবার্ট ব্রুকস ৯ ডিসেম্বর রাতে পেটানোর কয়েক ঘণ্টা পর ১০ ডিসেম্বর সকালে মারা যান। অ্যাটর্নি জেনারেলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাত ও পায়ে বাঁধা অবস্থায় তাকে একাধিক সংশোধনাগার কর্মকর্তা ঘুষি ও লাথি মারছেন। কর্মকর্তাদের বেশিরভাগই সাদা বলে মনে হয়।
ভিডিওগুলোতে কোনো অডিও নেই এবং প্রকাশিত ফুটেজ থেকে বোঝা যায়নি কেন তাকে মারধর করা হয়। জেমস জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।
সোমবার গভর্নর হোকুল সংশোধনাগারের জন্য নতুন স্থায়ী সুপারিনটেনডেন্ট নিয়োগ করেছেন এবং রাজ্যের সমস্ত কারাগারে স্থির ক্যামেরা স্থাপন ও সংশোধনাগার কর্মীদের জন্য আরও বডি-ক্যামেরা সরবরাহের জন্য ৪০০ মিলিয়ন ডলারের তহবিল দ্রুত কার্যকর করার ঘোষণা দিয়েছেন।
তিনি সংশোধনাগারগুলোর সংস্কৃতি, পদ্ধতি ও কার্যক্রম পর্যালোচনার জন্য একটি বাইরের প্রতিষ্ঠানের সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছেন। গভর্নর হোকুল আরও বলেছেন যে রাজ্যের কারাগারগুলোর জন্য একটি বেনামী হটলাইন সম্প্রসারণ এবং কারাগার পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন সংগঠনের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হবে।
এই উদ্যোগগুলোর মাধ্যমে গভর্নর হোচুল সংশোধনাগারের সংস্কার নিশ্চিত করতে এবং বন্দিদের প্রতি অন্যায় আচরণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
Comments