শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
Friday, 03 January, 2025

নিউ ইয়র্কে ৩৩ বছর আগে খুন হওয়া  নারীর পরিচয় মিলেছে

নোমান সাবিত, নিউ ইয়র্ক প্রতিনিধি,ঢাকাডিপ্লোমেটডটকম
  31 Dec 2024, 12:39

৩৩ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে এক নারীকে হত্যা করা হয়। তখন তাঁর পরিচয় জানা যায়নি। অবশেষে সেই নারীর পরিচয় মিলেছে।

১৯৯১ সালের আগস্টে ক্রস আইল্যান্ড এক্সপ্রেসওয়ের পাশে ক্যামব্রিয়া হাইটসের নিকটবর্তী একটি ঘাসযুক্ত এলাকায় ওই নারীর  দেহ পাওয়া যায়। কুইন্সের জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ সোমবার (৩০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন।

উন্নত ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, ওই হত্যার শিকার নারী হলেন জুডি রদ্রিগেজ। তিনি ১৯৯১ সালের জানুয়ারির ২৩ তারিখে তার মেয়ের প্রথম জন্মদিনের পার্টিতে শেষবার দেখা গিয়েছিলেন। এর কিছুদিন পর তার পরিবার তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করে।

১৯৯২ এবং ১৯৯৩ সালে এই হত্যাকাণ্ডে জড়িত চারজন পুরুষের বিচার এবং শাস্তি নিশ্চিত হয়, কিন্তু ভুক্তভোগীর পরিচয় তখনো অজানা ছিল।

জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন, ৩৩ বছর আগে চারজন পুরুষ একটি অজ্ঞাত নারীর নির্মম হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। বিচার হলেও পরিবারটি ৩৩ বছর ধরে তাদের প্রিয়জন সম্পর্কে কোনো উত্তর পায়নি।

তদন্তে জানা গেছে, ১৯৯১ সালের ১৫ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ওই চারজন পুরুষ (তাদের বয়স ছিল ১৮ থেকে ২০ বছরের মধ্যে) রদ্রিগেজকে গাড়িতে করে কুইন্সের দক্ষিণ-পূর্ব অংশে ক্রস আইল্যান্ড পার্কওয়ে এবং বেল্ট পার্কওয়ের মিলিত এলাকায় নিয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় দুইজন তার পা দড়ি দিয়ে বেঁধে দেয়। সেখানে পৌঁছে একজন তাকে একটি ধাতব ফ্ল্যাশলাইট দিয়ে আঘাত করলে তিনি মারা যান।

২০২৩ সালের নভেম্বর মাসে কুইন্স ডিএ’র শীতল মামলা ইউনিট এবং এনওয়াইপিডি অজ্ঞাত ভুক্তভোগীর পরিচয় উদঘাটনে একটি বেসরকারি ল্যাবের সাহায্য চায়। এপ্রিলে উন্নত ডিএনএ পরীক্ষার মাধ্যমে কঙ্কালের নমুনা থেকে একটি ব্যাপক জেনেটিক প্রোফাইল তৈরি করা হয়। জেনেটিক প্রোফাইল জনসাধারণের ডেটাবেসে আপলোড করা হলে এনওয়াইপিডির গোয়েন্দা জোসেফ রদ্রিগেজ একটি পারিবারিক বংশলতিকা তৈরি করেন। এরপর তদন্তকারীরা সম্ভাব্য পরিবার সদস্যদের শনাক্ত করেন এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ ক্যাটজ বলেন, ৩৩ বছর পর নিশ্চিত হওয়া যায় যে দেহটি ছিল ৩০ বছর বয়সী জুডি রদ্রিগেজের। তিনি তার মেয়ে স্টেফানি রদ্রিগেজের প্রথম জন্মদিনের দিন নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীতে তার মেয়ে তার দাদু-দাদির তত্ত্বাবধানে বড় হন। তার পরিবার এ ঘটনায় একটি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উত্তর পেয়েছে।

'আমাদের পার্টনার এনওয়াইপিডি এবং প্রধান মেডিক্যাল পরীক্ষকের কার্যালয়ের সাহায্যে আমরা অবশেষে এই গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পেরেছি। আমি আশা করি এটি পরিবারকে কিছুটা স্বস্তি দেবে'।

কুইন্স ডিএ’র শীতল মামলা ইউনিটে এখনো ৪৭ জন ভুক্তভোগী আছেন যাদের পরিচয় উদঘাটন করা হয়নি। ২০২৩ সালে মার্কিন প্রতিনিধি গ্রেস মেং এই ইউনিটের জন্য আধুনিক ডিএনএ পরীক্ষার উদ্দেশ্যে ৫ লাখ ডলারের অনুদান নিশ্চিত করেন। তিনি বলেন, এই অর্থ অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং স্থানীয় শীতল মামলা তদন্ত ও বিচারে সহায়ক হবে।

১৯৯১ সালের এই মামলাটি প্রমাণ করে যে, আধুনিক ডিএনএ প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ। কুইন্সের এসব মামলার ভুক্তভোগীদের এবং তাদের প্রিয়জনদের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

Comments

  • Latest
  • Popular

অবশেষে কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরেই চলবে: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না বাংলাদেশ ভারত সর্ম্পক : পররাষ্ট্র উপদেষ্টা

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপায় নিহত ১০

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না: সেনাপ্রধান

ফানুস ও আতশবাজিতে ৩ শিশুসহ রাজধানীতে দগ্ধ ৫ 

ইরান-রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১০
বিশ্বে সবার আগে নতুন বছরকে স্বাগত জানাল কিরিবাতি
২০২৫ সালকে বিশ্বে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। বৃহত্তম ক্রিসমাস দ্বীপসহ
নিউ ইয়র্কে বন্দি হত্যা: সংশোধনাগার সংস্কারের নির্দেশ রাজ্য গভর্নরের
নিউ ইয়র্কের সংশোধনাগারে বন্দিকে পিটিয়ে হত্যার ঘটনার প্রেক্ষিতে সংশোধনাগার সংস্কারের নির্দেশ দিয়েছেন রাজ্য গভর্নর ক্যাথি
বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ২০২৪
বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলায় ২০২৪ সালটি বিমান পরিবহন খাতের জন্য একটি অশনি সংকেত
দ. কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭৯ জন নিহত
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন আরোহীসহ এক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৭৯ জন
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'