যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে গাড়ি চাপায় ১০ জন নিহত হয়েছে। নতুন বছর উদযাপনের সময় ঘটনাটি ঘটে।
বুধবার (১ জানুয়ারি) নিউ অরলিন্স শহর কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, লুইসিয়ানা অঙ্গরাজ্যে যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটে সেটি জনপ্রিয় পর্যটন এলাকা। ঘটনার সময় সেখানে অনেক ভিড় ছিল। দুর্ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটের সঙ্গে সেখানকার একটি খালের সংযোগস্থলে গাড়ি চাপার ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন হতাহত হয়েছে। যারা ভুক্তভোগী তারা সবাই নতুন বছর উদযাপন করছিলেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, বোরবন স্ট্রিটে মানুষের ব্যাপক ভিড় হয়েছি। হঠাৎ একটি ট্রাক ভিড়ের মাঝে চলে যায়। অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাকের চালক নেমে এসেছিলেন। তিনি গুলি চালাচ্ছেন, এমনটিও দেখেছেন তারা। পুলিশও নাকি পাল্টা গুলি চালিয়েছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আহতদের উদ্ধার করা হয়েছে। তাদের অনেককেই হাসপাতালে নেয়া হয়েছে।
Comments