চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের ‘স্টেট প্যালেসে’ এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি খোরেলসুখ ওখনার নিকট আনুষ্ঠানিকভাবে মঙ্গোলিয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেছেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন পরিচয়পত্র প্রদানকালে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির কাছে বাাংলাদেশের রাষ্ট্রপতির শুভেচ্ছা পৌঁছে দেন। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূতের কার্যকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন মঙ্গোলিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখ-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এইসব সাক্ষাতকালে বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাধীনতা প্রাপ্তির পর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশগুলোর একটি হওয়ায় মঙ্গোলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ, অধিকতর ও সহজতর যোগাযোগের লক্ষ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি, মঙ্গোলিয়া সরকারের ই-ভিসা কার্যক্রমে বাংলাদেশকে অন্তর্ভুক্তিকরণ, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিসহ দুই দেশের জনগণ পর্যায়ে যোগাযোগে অধিকতর কার্যক্রম গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
মঙ্গোলিয়া চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে আলোচনাকালে বাংলাদেশের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত ও মঙ্গোলিয়া চেম্বার অব কমার্সের নেতারা ব্যবসা-বাণিজ্যের সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিতকরণ এবং দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বৃদ্ধির কর্মপন্থা নিয়েও কথা বলেন।
Comments