শুক্রবার, ০৯ মে, ২০২৫
Friday, 09 May, 2025

রবীন্দ্রনাথকে নিয়ে তসলিমা

তসলিমা নাসরিন:
  08 May 2024, 22:35
রবীন্দ্রনাথকে নিয়ে তসলিমা.................................ছবি: সংগৃহীত

ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, 
অসুখ বিসুখ নেই,  শয্যাশায়ী নন, 
দিব্যি লিখছেন, গাইছেন, ভাবছেন, ভ্রমণ করছেন। 
বেঁচে থাকলে আমার চিঠির জবাব দিতেন তিনি, 
লিখতেন,'তোমার সরলতা আর সততার  কথা যখন বললে, 
এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি।

 যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, 
তাতেই বা এমন কী দুঃখ!
তোমাকে যখন স্নেহ করি তখন চিঠির চেয়েও 
আমার মন তোমার ঢের বেশি কাছে আছে।’

অনেকদিন  না লিখলে বলতেন, ‘ছোট হোক মন্দ হোক, 
একটা করে চিঠি আমায় রোজ লেখো  না কেন বলো?’ 
আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন, 
কখনও শান্তিনিকেতনে, 
সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন বিন্দুর মতো যেন না হই, যেন বাঁচি, 
যেন মৃণালের মতো হই, অথবা মৃণালের চেয়েও সাহসী। 

আমার দুঃখগুলো প্রেমকাঁটা তুলে ফেলার মতো 
আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন। 
শিলং পাহাড়ে বেড়াতে নিয়ে  ছাব্বিশের যুবক হয়ে উঠতেন, 
শেষের কবিতার অমিত হয়ে উঠতেন, 
হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন, 
তাঁর স্পর্শের উষ্ণতা আমার বরফ-শীতল একাকীত্বকে নিমেষে 
ঝর্ণার উচ্ছল  জল করে দিত। 

গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন, 
আমার গৃহবন্দিত্ব, 
আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা, 
আমার মাথার মূল্য, 
পায়ের নিচে মাটি না থাকা, 
শুধু সমতা চেয়েছি বলে, 
শুধু সভ্য সুস্থ সমাজ চেয়েছি বলে, 
শুধু লিখেছি বলে, 
কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে;  
রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, আমি নিশ্চিত, 
দেখে প্রাণ বড় কাঁদতো তাঁর। 

তিনি ভৎসর্না করতেন শাসকদের, 
সভ্যতার সংকট দেখে  আতঙ্কে কুঁকড়ে থাকতেন। 
আমি তাঁর পিঠে মনে মনে  আলতো হাত রেখে তাঁর দুশ্চিন্তাগুলো 
একটু একটু করে উড়িয়ে দিতে চাইতাম, 
কপালে তিনি চুম্বন করতেন আমার। 

একদিন  বলতেনই, ‘বোটে করে চলো শিলাইদহে যাই’।
আমার সারা মন তিরতির করে কাঁপতো আনন্দে, 
তাঁর গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেতো 
তাঁর আঙুল সেই আনন্দকে স্পর্শ করতে পারতো, 

আমাকে স্বদেশের জল মাটির  স্বাদ গন্ধ  দিতে তিনি  শিলাইদহে নিতেন। 
বোটে শুয়ে আকাশে  তাকিয়ে তাকিয়ে  সন্ধ্যার মেঘমালা দেখতেন, 
আমি  আধশোয়া হয়ে  আকাশ নয়, তাঁকেই দেখতাম অপলক। 

তখন আমার অমল ধবল মনে  মন্দ মধুর হাওয়া,  
তখন চারদিক থেকে নির্জনতা তার জলতরঙ্গ বাজিয়ে যেতো, 
তখন তিনি গেয়ে উঠতেন, ‘আমি কান পেতে রই…’ 
গান শেষে, হেসে,  আরও কাছে ডেকে  বলতেন, 

‘এই তারাময় আকাশের নীচে 
আবার কি কখনও জন্ম নেবো?
যদি নিই, আর কি কখনও এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় 

এই নিস্তব্ধ  নদীটির ওপর 
এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে 
এমন নৌকোর  ওপর বিছানা পেতে থাকবো আবার?’ 
তাঁর একটি হাত আমার হাতের মুঠোয় নিয়ে বলতাম, 
‘আবার কেন জন্ম নিতে হবে!

আপনার এক জন্মই সহস্র জন্মের  সমান।’ 
সারারাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মোছেন আমার আঁচলে, 
অস্ফুট কণ্ঠে ভোররাত্তিরে বলেন, 
‘শিলাইদহে আমি কেন আসি জানো, প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আসি। 

আজ তোমার শুশ্রূষাও পেলাম।’
কুঠিবাড়ির দিকে যেতে যেতে বলেন, 
‘তুমিও তো প্রকৃতি ভালোবাসো। 
যাও দেখে এসো গাছপালা নদী হাওড়, 
এ তোমার সোনার বাংলা, 
এ তোমার দেশের মাটি!'  
আমি নিশ্চুপ শুনি, 
আমার কাঁধে  তাঁর ডান হাত,   
‘কোনও ভয় নেই, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে।’আমি তবু নিরুত্তর। 

কুঠিবাড়িতে পৌঁছে বলেন, ‘তৈরি হয়ে নাও 
 সকালের গাড়িতে তোমাকে আমিই উঠিয়ে দেবো।’ 
তবুও আমি নতমুখ দাঁড়িয়ে থাকি, 
বলি, ‘আমি তো যাবো না কোথাও’। 

‘কেন, ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না?
 দেখবে না তোমার বাড়িঘর, তোমার উঠোন!
উঠোনের ঘাসের ওপর একটি শিশিরবিন্দু!’ 
’‘তার আর দরকার হবে না।’  
‘কেন হবে না?’ রবীন্দ্রনাথ বিস্ময়ে থমকে দাঁড়ান। 
আমি বলি, ‘ভাষাটিই আমার দেশ,
ভাষাটিই আমার সেই অপরূপ শিশিরবিন্দু,  
আপনার গান কবিতাই, 
আপনার সুর আর শব্দগুচ্ছই আমার দেশ, 
আপনিই, আপনার  স্নেহই  আমার নিরাপদ স্বদেশ। 

পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি, 
ঈশ্বর বলে কোথাও কিছু নেই, ঈশ্বরে বিশ্বাস নেই আমার।   
তার পরও যদি নিভৃতে কেউ থাকে কোথাও,  
যদি কেউ থাকে আমার হৃদয়ে,  
ঈশ্বরের মতো কেউ, 
সে রবীন্দ্রনাথ।' 
যদি বেঁচে থাকতেন তিনি, 
আমাকে  বুকে জড়িয়ে বলতেন, 
‘শুধুই কি স্নেহ, তোমাকে তো ভালোওবাসি, সে তুমি জানো?’
হ্যাঁ বা না  বলার দরকার হতো না, 
তিনি জানতেন যে আমি জানি।

Comments

  • Latest
  • Popular

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

ভারত-পাকিস্তান যুদ্ধ আমাদের দেখার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জমায়েত শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে: সরকারের বিবৃতি

নারায়ণগঞ্জে গণ–অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র আইভী কারাগারে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা হাসনাতের

আইভীর বহনকারী পুলিশের গাড়িতে হামলা

পাইলট আটকের দাবি ভারতের, প্রমাণ চাইলো পাকিস্তান

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৃদ্ধি

প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট

১০
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর
অবশেষে কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে
জীবনানন্দ পুরস্কার ২০২৪ পেলেন যারা
ধানসিড়ি সাহিত্য সৈকত, রাজাপুর ঝালকাঠি ও আড্ডা ধানসিড়ি বরিশালের উদ্যোগে জীবনানন্দ পুরস্কার ২০২৪ প্রদান প্রদান
প্রেম ও দ্রোহের সুরকার এবং হেলাল হাফিজ
এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'