সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
Monday, 18 August, 2025

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  11 Aug 2025, 12:21

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস গত ৫ আগস্ট যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস  পালন করেছে।

২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়। ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশ সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়। দিবসটির উপর নির্মিত সরকার কর্তৃক প্রেরিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে এই আন্দোলনে ছাত্র-জনতার অনন্য অবদানকে তুলে ধরা হয়।

ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিঊনিটির নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে সরকারের কাছে তাঁদের এই অবদানের স্বীকৃতি দাবি করেন। এছাড়াও, কন্স্যুলার সেবার মানোন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে দূতাবাসের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন অন্তর্বর্তিকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নে তথা একটি বৈষম্যহীন, আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রের সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।

রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন ও জুলাই আন্দোলনে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সক্রিয় ভূমিকার জন্য রাষ্ট্রদূত তাঁদের প্রশংসা করেন। জুলাই গণঅভ্যুত্থান-এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মানে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্য শেষ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক

শুভ জন্মাষ্টমী আজ

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫০ বছর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে

জাতিসংঘ পদক পেল বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট

ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক সই

অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

১০
ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক
গতকাল শুক্রবার ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে বাংলাদেশি গণমাধ্যমের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস রোমে আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে ইতালিতে বসবাসরত
বিবিসিকে সাক্ষাৎকার / টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতের বিষয়, তাঁর সঙ্গে সাক্ষাৎ নয়: মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর লন্ডন সফরকালে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির
ড. ইউনূসের যুক্তরাজ্য সফর, যা বললেন ব্রিটিশ হাইকমিশনার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'