রোববার, ১১ মে, ২০২৫
Sunday, 11 May, 2025

বিদেশি শিক্ষার্থী-কর্মীদের বড় দুঃসংবাদ দিলো যুক্তরাজ্য

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  05 Dec 2023, 17:39
বিদেশি শিক্ষার্থী-কর্মীদের বড় দুঃসংবাদ দিলো যুক্তরাজ্য..............ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী প্রবেশের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। নতুন ভিসানীতি ঘোষণা করেছে দেশটি। এর মধ্যে দেশটিতে কাজের ভিসা পাওয়ার ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে যাওয়ার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, সম্প্রতি যুক্তরাজ্যে অভিবাসী প্রবেশের সংখ্যা প্রচুর বেড়েছে। পরিসংখ্যানের বলছে, ২০২২ সালে যুক্তরাজ্যে ৭ লাখ ৪৫ হাজার রেকর্ড সংখ্যক অভিবাসী ছিল। যা দেশটির রাজনীতিতে ইস্যু তৈরি করেছে। এ কারণে ভিসানীতিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার (৪ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, অনেক বেশি অভিবাসী। এই হার কমিয়ে আনার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। যুক্তরাজ্যের জন্য অভিবাসী যেন সবসময় উপকারী হয়, এটি নিশ্চিত করবে পদক্ষেপগুলো।

যুক্তরাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে স্নাতকোত্তর গবেষণা ডিগ্রির জন্য পড়ালেখা করা বিদেশি শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্য নিতে পারবেন। অন্য কোনো শিক্ষার্থী পরিবারের সদস্য নেয়ার কোনো সুযোগ পাবেন না। এছাড়া দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে বিদেশিদের ন্যূনতম বেতনের সীমাও বৃদ্ধি করতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানিয়েছেন, দক্ষ বিদেশি কর্মীদের ভিসা পাওয়ার জন্য ন্যূনতম ৩৮ হাজার ৭০০ পাউন্ড উপার্জন করতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ লাখ ৯৩ হাজার টাকা আয় করতে হবে। আর বর্তমানে এই আয়ের সীমা ২৬ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ২৩ হাজার টাকা)।

বিদেশি সেবাকর্মীদের পরিবারের সদস্য নিয়ে আসা বন্ধ করা এবং ভিসা স্পন্সরের জন্য ইংল্যান্ডের কেয়ার ফার্মগুলোকে কেয়ার কোয়ালিটি কমিশনে নিবন্ধিত হতে হবে। নতুন সিদ্ধান্তের ফলে ২০২৪-২৫ সাল নাগাদ এই নিয়মে ২০ শতাংশেরও বেশি আগমন কমে যাবে বলে মনে করা হচ্ছে।

দক্ষ কর্মী ভিসায় যাওয়া বিদেশিদের বার্ষিক আয় ন্যূনতম এক-তৃতীয়াংশ বৃদ্ধি করে ৩৮ হাজার ৭০০ পাউন্ড করা। ঘাটতি পেশাগুলোর জন্য ২০ শতাংশ বেতন ছাড়ের অবসান করা এবং ঘাটতি পেশার তালিকা সংস্কার করে কম খরচে বিদেশি কর্মী নেয়া বা বাতিল করা।

ফ্যামিলি ভিসার জন্য দক্ষ কর্মীদের ন্যূনতম আয়ের (৩৮ হাজার ৭০০ পাউন্ড) দ্বিগুণ আয় থাকা। বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্য প্রবেশের ক্ষেত্রে নিয়ম কঠোর করা। তবে এর জন্য স্নাতক রুট উপদেষ্টা কমিটি পর্যালোচনা করবে। আর এসব সিদ্ধান্ত আগামী বছরের শুরুর দিকে কার্যকর হবে।

Comments

  • Latest
  • Popular

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ

গেজেটের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান: তারেক রহমান

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত-পাকিস্তানের

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

তীব্র গরমে নাকাল জনজীবন

বিশ্ব মা দিবস আজ

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

ভারতও নিশ্চিত করল, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত

১০
ভারতকে সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে
উত্তেজনা না বাড়াতে ভারত-পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান 
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংকট তৈরি
ফোবানা সম্মেলনে দেশের সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরা হবে 
বাঙালি সংস্কৃতি লালন, পালন আর চর্চার প্রয়োজনে প্রবাসী বর্তমান প্রজন্মের সাথে আগামী তরুণ প্রজন্মের সম্পৃক্ততার
বাণিজ্য–ঘাটতি কমানো নিয়ে ওয়াশিংটনে বৈঠক / বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র
দুই দেশের মধ্যে বাণিজ্য–ঘাটতি কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নেবে এবং কীভাবে কাজগুলো করবে, তা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'