সম্মেলনের ৪ মাসেরও বেশি সময় পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (০৯ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ী খালেদ হোসেন মাহবুব শ্যামল কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন। আর সিরাজুল ইসলাম জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।
নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে জহিরুল হককে। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আলী আজম এবং সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আসাদুজ্জামান শাহীন।
এর আগে গত ১লা ফেব্রুয়ারি জেলার আশুগঞ্জ উপজেলার একটি কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলন হয়। তবে সম্মেলন নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা থাকায় তখন কমিটি ঘোষণা করা হয়নি।
Comments