রাজধানী ঢাকাসহ দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র এ গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে ডায়রিয়ায়সহ নানান রোগ। আবহাওয়া অধিদফতর বলছে, এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রোববার (১১ মে) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদেরহাসফাস অবস্থা। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের।
রাজধানীর কমলাপুরে রিকশাচালক জহুরুল ইসলামকে দেখা যায় ঘামে পুরো শরীর ভেজা। তিনি বলেন, গরম কেমন পড়ছে, তা তো দেখতেই পাচ্ছেন। এটা তো ধনী-গরিবের জন্য আলাদা হয় না। তারপরও যাদের গাড়ি আছে, তারা এসির মধ্যে শান্তিতে থাকতে পারে, বাড়ি ও অফিসে ঠান্ডা বাতাসের মধ্যে বসে থাকতে পারে। আর আমাদের মতো গরিবের এ গরমের মধ্যেই কষ্ট করে খাবার জোগাতে হয়। এ অসহ্য গরমের কারণে একটানা বেশিক্ষণ রিকশা চালানো যায় না। এ কারণে আয়ও কম হয়। আমাদের মত গরীবের জন্যই বিপদ আর কি।
রোববার ঢাকা এবং আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় (সকাল ৬টায়) বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৯ শতাংশ।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানানো হয়েছে।
Comments