শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Friday, 01 August, 2025

শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন: ট্রাম্প

নিউইয়র্ক টাইমস
  03 Apr 2025, 14:52
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বিকেলে বিভিন্ন দেশের ওপর নতুন করে ব্যাপক হারে শুল্কারোপ করেছেন। সব বাণিজ্যিক অংশীদার দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি অনেক দেশের ওপর ব্যাপক হারে পাল্টা শুল্কও বসিয়েছেন।
নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর এবার সবচেয়ে বড় আকারের শুল্কারোপের ঘোষণা দিলেন ট্রাম্প। নতুন শুল্ক ঘোষণা করার সময় ট্রাম্প বলেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনবে এবং অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা থেকে বিরত রাখবে।
চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তার ওপর এবার নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর বসানো হয়েছে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক।
গতকাল হোয়াইট হাউসের বাইরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন।’
গতকালের ঘোষণায় উল্লেখযোগ্যভাবে মেক্সিকো ও কানাডার নাম অনুপস্থিত ছিল। দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে দেশ দুটির ওপর এই শুল্কের প্রভাব পড়বে না। ট্রাম্পের এই শুল্কনীতি বিশ্বের সব দেশের ওপরই কমবেশি প্রভাব ফেলবে। কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এর আগে যদিও এ দুই দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিদেশে তৈরি গাড়িও আছে। আজ বৃহস্পতিবার রাত থেকে এ শুল্ক কার্যকর হবে। উদাহরণস্বরূপ, কানাডা গাড়ি ও অটোমোবাইল পণ্যের বড় উৎপাদক, যা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এখন থেকে এসব দেশ থেকে আমদানি করা প্রস্তুত গাড়ি ২৫ শতাংশ শুল্কের মুখে পড়বে।
গুরুত্বপূর্ণ যে কয়েকটি দেশ ও অঞ্চলের ওপর সর্বোচ্চ হারে যে শুল্ক আরোপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইইউ (২০ শতাংশ), চীন (৩৪ শতাংশ), জাপান (২৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৬ শতাংশ), তাইওয়ান (৩২ শতাংশ), ভারত (২৭ শতাংশ), সুইজারল্যান্ড (৩২ শতাংশ), থাইল্যান্ড (৩৭ শতাংশ) ও মালয়েশিয়া (২৪ শতাংশ)।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট: এইচআরডব্লিউ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে

প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জুলাই যোদ্ধাদের স্মরণে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল ভারতীয় হাই কমিশন

কার্যক্রম শেষে ভারতীয় মেডিকেল টিমের ঢাকা ত্যাগ

সিশেলসে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক হাই কমিশনার ড. জকি আহাদের পরিচয়পত্র পেশ

মাইলস্টোন ট্রাজেডি: শিক্ষিকা মাসুকার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া, দাফন সম্পন্ন

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

বিমান বিধ্বস্ত: জাতিসংঘ ও বিভিন্ন দেশের শোক

১০
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
৩ মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে
গার্ডিয়ানের প্রতিবেদন / অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান
অন্তর্বর্তী সরকারের কিছু উদ্যোগ মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করেছে: এইচআরডব্লিউ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইনবিষয়ক কিছু উদ্যোগ মৌলিক স্বাধীনতাগুলো ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করেছে বলে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'