শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Friday, 10 January, 2025

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

সেনেটে শুনানি না হওয়ায় ঢাকা আসছেন না রাষ্ট্রদূত পদে প্রেসিডেন্ট বাইডেনের মনোনীত ডেভিড মিল
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  09 Jan 2025, 16:54
ট্রেসি অ্যান জ্যাকবসন

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ঢাকায় আসছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, যিনি এর আগে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন ১১ জানুয়ারি থেকে শার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে যোগ দেবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে তার দেশের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড স্লেটন মিলকে।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে প্রেসিডেন্ট মনোনীত প্রার্থীকে সেনেটের শুনানিতে হাজির হতে হয়। সেই শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ডেভিড মিলের ঢাকায় আসা হচ্ছে না।
সে কারণে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য ট্রেসি অ্যান জ্যাকবসনকে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে ঢাকায় পাঠানো হচ্ছে।
জ্যাকবসন সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে শার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন। লাটভিয়ার রিগায় তিনি যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জ্যাকবসন।
এছাড়া ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমএ ডিগ্রি পাওয়া জ্যাকবসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে একাধিক সম্মাননা পেয়েছেন।
২০২২ সালের মার্চ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা পিটার হাস গত বছর জুলাই মাসে ফিরে যান। এর পর থেকে মিশন সামলাচ্ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন।
ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নেওয়ার পর বোল্ডিন তার আগের দায়িত্বে ফিরে যাবেন।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

৬ বাংলাদেশি নারী উদ্যোক্তাকে সম্মানিত করল যুক্তরাষ্ট্র দূতাবাস 

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

লস অ্যাঞ্জেলেসে দাবানল

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া, মাকে স্বাগত জানাতে বিমানবন্দরে তারেক রহমান

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

টিউলিপ-জয়সহ শেখ হাসিনা–শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

১০
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপায় নিহত ১০
যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে গাড়ি চাপায় ১০ জন নিহত হয়েছে। নতুন বছর
ইরান-রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (০১ জানুয়ারি)
প্রকৌশলী আশরাফ ইসলামের নামে নির্মিত ইউনিভার্সিটির ভবন উদ্বোধন
গত অক্টোবরে বাংলাদেশী বংশোদ্ভ‚ত বিশিষ্ট কমিউনিটি নেতা ও জনহিতৈষী ব্যক্তিত্ব সিভিল ইঞ্জিনিয়ার আশরাফ ইসলামের নামে
পিলখানা হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ, যা বললো যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'