প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে টিকে থাকল জুনিয়র টাইগ্রেসরা।
বুধবার (৮ জানুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। দলের হয়ে শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানি ২১ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হানসিকা ১৯ বলে ২৪ রান এবং গিমহানি ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ১০৯ রান।
১১০ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম দুই বলে সাজঘরে ফেরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। তবে তৃতীয় উইকেটে সাদিয়া আক্তার ও ফাহমিদা আক্তারের ৫২ বলে ৪৩ রানের জুটি চাপ সামলাতে সাহায্য করে। সাদিয়া ২৮ বলে ২৪ রান করে আউট হলে ভাঙে সেই জুটি।
Comments