বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
Thursday, 09 January, 2025

লস অ্যাঞ্জেলেসে দাবানল

‘জীবন বাঁচাতে দৌড়াও!’ গাড়ি ফেলে হেঁটে পালাচ্ছেন বাসিন্দারা
বিবিসি
  08 Jan 2025, 21:37
আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় একজন অগ্নিনির্বাপককর্মী। প্যাসিফিক পলিসেডস, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৭ জানুয়ারি, ২০২৫ছবি: রয়টার্স

দ্রুত এগিয়ে আসছে দাবানল। ভয়ার্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তড়িঘড়ি করে যাওয়ার জন্য নিজেদের গাড়ি পেছনে ফেলে হেঁটে ছুটছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা এই অবস্থাকে বর্ণনা করছেন হলিউডের বিপর্যয়ের কাহিনিভিত্তিক কোনো চলচ্চিত্রের দৃশ্য হিসেবে।
অন্য আরও অনেক জঙ্গলের আগুনের ঘটনা মতো এই আগুন মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে ভয়াবহ হয়ে ওঠে ঝোড়ো বাতাসের কারণে। এতে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে ধেয়ে আসে আগুন। এই এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে।
শহরের পশ্চিম দিকের বসতি ঘিরে আগুন এগিয়ে আসায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত। উপকূল ধরে যে মহাসড়ক গেছে, সেটিই শহর থেকে বেরোনোর প্রধান পথ। আগুনের শিখা এগিয়ে আসায় এই মহাসড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে।
দাবানল থেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ। প্যাসিফিক পলিসেডস, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৭ জানুয়ারি, ২০২৫ছবি: রয়টার্স
মার্শা হোরোভিৎজ নামের এক বাসিন্দা বলেন, অগ্নিনির্বাপককর্মীরা লোকজনকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলছেন। কারণ, দমকা হাওয়াসহ আগুনের শিখা কখনো কখনো ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে।
মহাসড়কের একটি এলাকায় গাড়ি রেখেছেন বহু মানুষ। সেদিকেই আগুন আসছে বলে মার্শা হোরোভিৎজ জানান।
প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা এবিসি নিউজকে বলেন, উদ্ধার তৎপরতার কথা জানতে পেরে তিনি হলিউডে নিজের কাজের জায়গা থেকে দ্রুত বাসায় চলে আসেন। গাড়ি ফেলে তিনি বাসায় ছুটে যান নিজের বিড়ালটিকে রক্ষা করার জন্য। যখন নিরাপদ এলাকার জন্য ছুটছিলেন, সে সময় জ্বলতে থাকা পামগাছের একটি টুকরা তাঁর ওপর এসে পড়ে।
নাম প্রকাশ না করে ওই নারী বলেন, ‘এটি ভয়ানক পরিস্থিতি। ভৌতিক সিনেমার মতো অবস্থা। আমি চিৎকার ও কাঁদতে কাঁদতে রাস্তার নিচে নেমে যাই।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় আগুন নেভাতে ব্যস্ত অগ্নিনির্বাপককর্মীরা। ৭ জানুয়ারি, ২০২৫ছবি: রয়টার্স
কয়েকজন উদ্ধারকর্মী ঘরবাড়ি পুড়তে দেখার কথা জানিয়েছেন। আগুন থেকে নিজেদের রক্ষায় পালিয়ে যান তাঁরা।
ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, এমন তারকাদের মধ্যে রয়েছেন হলিউডের অভিনেতা জেমস উডস। প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা অভিনেতা স্টিভ গুটেনবার্গ লোকজনের প্রতি গাড়ি ফেলে আসার সময় সেটির ভেতরে চাবি রেখে আসার আহ্বান জানিয়েছেন। অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত গাড়িগুলোকে পথ করে দিতে গাড়ি সরানোর দরকার হলে তা যেন সম্ভব হয়, সে জন্য এ আহ্বান জানিয়েছেন তিনি।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

৪ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখল বাংলাদেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

৬ বাংলাদেশি নারী উদ্যোক্তাকে সম্মানিত করল যুক্তরাষ্ট্র দূতাবাস 

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

লস অ্যাঞ্জেলেসে দাবানল

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া, মাকে স্বাগত জানাতে বিমানবন্দরে তারেক রহমান

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

টিউলিপ-জয়সহ শেখ হাসিনা–শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

১০
কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চায়: ট্রাম্প
প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দা চান, তাঁদের দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা হোক। কানাডা যদি
চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫
চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে আজ মঙ্গলবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে
তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩, আহত ৬২
তিব্বতের একটি প্রত্যন্ত হিমালয় অঞ্চলে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জন
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'