মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
Tuesday, 16 September, 2025

দেশে ইলন মাস্কের স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক,ঢাকাডিপ্লোমেটডটকম
  23 Mar 2025, 20:46
আগামী ৭–১০ এপ্রিলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫ উপলক্ষে আজ রোববার রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ছবি: সংগৃহীত

আগামী এপ্রিলে দেশে অনুষ্ঠিত হবে চার দিনের ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’। এ বিনিয়োগ সম্মেলনে ৫০টি দেশ থেকে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া ৯ এপ্রিল সম্মেলনে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সংবাদ সম্মেলনে বিনিয়োগ সম্মেলনের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সম্মেলন উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে দেশি–বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নেবেন।
বিনিয়োগ সম্মেলনে দেশি–বিদেশি বিনিয়োগকারীরা পরস্পরের মধ্যে যোগাযোগের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও বড় তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সুযোগ পাবেন। দল তিনটি হলো—বিএনপি, জামাোতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা যাবে, এমন পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। খাতগুলো হচ্ছে—নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হেলথকেয়ার।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে ভালো সাড়া পেয়েছেন তাঁরা। ইতিমধ্যে ৫০টি দেশ থেকে প্রায় ৫৫০ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি আগ্রহ পাওয়া গেছে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান ও ভারত থেকে। এ ছাড়া প্রায় ২ হাজারের বেশি দেশি অতিথি সম্মেলনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
বিডা জানিয়েছে, সম্মেলনের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বড় ব্যবসা খাতের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকার বাইরে একাধিক অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেড, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) ও নারায়ণগঞ্জে অবস্থিত জাপানি অর্থনৈতিক অঞ্চল। পাশাপাশি একই সময়ে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ, বিভিন্ন বাণিজ্য সংগঠন প্রভৃতিকে নিয়ে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। বিনিয়োগ সম্মেলনের মূল আয়োজন অনুষ্ঠিত হবে ৯ ও ১০ এপ্রিল। ৯ এপ্রিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধান উপদেষ্টা এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন।
আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগামী ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।
আশিক চৌধুরী বলেন, ‘আমরা মনে করছি, বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশ আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। আমরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে এ বার্তা দিতে চাই। বাংলাদেশের এখন যে অবস্থা, সে প্রকৃত তথ্যই তাদের দিতে চাই। তারা সশরীর দেশে এসে সেই বাস্তবতা উপলব্ধি করুক, সেটিই আমরা চাই।’
গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরে দেশে বিনিয়োগের পরিমাণ কমেছে উল্লেখ করে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চান। জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ প্রবৃদ্ধি হয়তো স্থিতিশীল থাকবে। অর্থাৎ না বাড়লেও খুব বেশি কমবে না। তবে আগামী প্রান্তিকগুলোতে ২–৩ শতাংশ হারে বিনিয়োগ প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Comments

  • Latest
  • Popular

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ

১৪ দিনের লড়াই শেষ, স্তব্ধ হলো ফরিদা পারভীনের কণ্ঠ

নেপালের জনগণ শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে সক্ষম হবে, প্রত্যাশা বাংলাদেশের

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ

রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়

রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইসলামাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন

গার্মেন্টস অ্যাসোসিয়েশন অব নেপাল'এর এজিএম'য়ে যোগ দিলেন রাষ্ট্রদূত শফিকুর রহমান

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

১০
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত ২৫ বিচারক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে
রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য গালা কনসার্ট
গতকাল শুক্রবার ঢাকার রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য
ভারত ও তাদের এজেন্টদের নির্লজ্জ মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিগেঃ জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী
ভারত ও তাদের এজেন্টদের নির্লজ্জ মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিগেঃ জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী।
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'