ধারাবাহিক পতনে রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ। বুধবারও (২০ জুলাই) দরপতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় কার্যদিবস সূচকের পতন হয়েছে। তবে আজ দরপতন হলেও বাজারে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
ডিএসই ওয়েবসাইট মতে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট পতনের পর ৬১৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচক ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১৩৪৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যেদরপতন হয়েছে ২১৮টি কোম্পানির ও দর বেড়েছে ১১০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৩৫ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮০১ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১৩ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে।
Comments