বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Thursday, 21 November, 2024

শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  07 Sep 2024, 21:20
শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার....................................ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে কিছুটা বৃদ্ধির পর আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহে পাঁচটি ব্যবসায়িক দিনের মধ্যে চারটিতে বিনিয়োগকারীরা পতন দেখেছেন। ফলে সপ্তাহজুড়ে লেনদেনের সঙ্গে জড়িত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।

একই সময়ে প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৭ হাজার কোটি টাকার বেশি কমেছে। প্রধান মূল্য সূচক ৭৫ পয়েন্টের বেশি কমেছে। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে শেয়ারবাজারের চতুর্থ সপ্তাহ। এর আগে এ সরকার আরও তিন সপ্তাহ পার করেছে শেয়ার বাজারে। 

শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ারবাজারে ব্যাপক দরপতন হলেও নতুন সরকারের প্রথম দুই সপ্তাহ বিনিয়োগকারীদের জন্য ভালো যায়নি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম সপ্তাহেই শেয়ারবাজারে ব্যাপক পতন হয়। ডিএসইর মূল্য তালিকায় দাম কমানোর তালিকায় দ্বিগুণেরও বেশি কোম্পানি রয়েছে।

তৃতীয় সপ্তাহেও একই অবস্থা পরিলক্ষিত হয়। তবে প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে দাম কমছে। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় সপ্তাহে ডিএসইতে যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তার চেয়ে ১১ গুণ বেশি কোম্পানি পতনশীল কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে তৃতীয় সপ্তাহে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির কারণে ডিএসইর প্রধান মূল্য সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়েছে।

কিন্তু চতুর্থ সপ্তাহে আবারও দরপতন হয় শেয়ারবাজারে। গত এক সপ্তাহে স্টক এক্সচেঞ্জে স্টক এবং শেয়ার কেনার চার গুণেরও বেশি কোম্পানি কমার তালিকায় ছিল। ফলস্বরূপ, সমস্ত মূল্য সূচক কমে যায়। গত সপ্তাহে স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৬টি কোম্পানি মূল্য বৃদ্ধির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। উল্টো দাম কমেছে ৩১১টির। আর অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।

গত সপ্তাহের ট্রেডিং শেষে ডিএসই’র বাজার মূলধন ছিল ৬৯২.৪৩১ মিলিয়ন ডলার। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূল্য ছিল ৬৯৯.৫৮১ মিলিয়ন। এর মানে সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ৭.১৫ বিলিয়ন ডলার বা ১.০২ শতাংশ কমেছে।

এদিকে, ডিএসইর ফ্ল্যাগশিপ স্টক ইনডেক্স ডিএসইএক্স গত সপ্তাহে ৭৫.৭৭ পয়েন্ট (১.৩১ শতাংশ) কমেছে। গত সপ্তাহে সূচকটি ১০৪.৫০ পয়েন্ট (১.৮৩%) বেড়েছে। গত দুই সপ্তাহে, ২০৩.৯২ ইউনিট ৩.৪৫% কমেছে এবং ২০.৯৭ ইউনিট ৩৫% কমেছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চার সপ্তাহে শেয়ারবাজারের প্রধান মূল্য সূচক ১৯৪ ইউনিট কমেছে।

অন্যান্য প্রধান মূল্য সূচকের মতো, ডিএসই শরিয়া সূচক, যার মধ্যে ইসলামী শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত কোম্পানি রয়েছে। যা গত সপ্তাহে পতন হয়েছে। এ সূচকটি গত সপ্তাহে ১২.৪৫ পয়েন্ট (১ শতাংশ) কমেছে। এটি গত সপ্তাহে ২২.১৮ পয়েন্ট (১.৮২%) বেড়েছে।

বাছাইকৃত কোম্পানিগুলির সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও গত সপ্তাহে কমেছে। গত সপ্তাহে সূচকটি ১০.৩৫ পয়েন্ট বা ৪৯.৪৯% কমেছে। গত সপ্তাহে সূচকটি ৩৪.১২ পয়েন্ট (১.৬৩ শতাংশ) বেড়েছে।

মূল্য সূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে ৭,৯৮১ মিলিয়ন ডলার লেনদেন হয়েছে। তার আগের সপ্তাহে, গড় দৈনিক লেনদেনের মূল্য ছিল ৭৯২ মিলিয়ন ডলার। এর মানে হল যে প্রতি কার্যদিবসে লেনদেনের গড় মূল্য ৬০২৭ মিলিয়ন বা ৭৯% বৃদ্ধি পেয়েছে। 

সপ্তাহে ডিএসইতে ব্র্যাক ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এ কোম্পানির শেয়ারের গড় দৈনিক ট্রেডিং মূল্য ছিল ৪১.৪৫ মিলিয়ন ডলার। যা মোট ট্রেডিং মূল্যের ৫.১৯%। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির শেয়ার, দ্বিতীয় স্থানে থাকা কোম্পানি। প্রতিদিন গড়ে ৩৪.৫ মিলিয়ন ব্যবসা করেছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দৈনিক গড় আয় ৩৩.৪৮ মিলিয়ন ডলার যা তৃতীয় স্থানে রয়েছে।

Comments

  • Latest
  • Popular

নতুন প্রজন্মের চিন্তাধারা বুঝতে হবে: প্রধান উপদেষ্টা

সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস

বছরের শেষ ম্যাচে মেসির বিশ্বরেকর্ড

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার সাজ্জাদ

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে

ভারতে দুই রাজ্যের নির্বাচন, জনপ্রিয়তার পরীক্ষায় মোদি

বাংলাদেশে বছরে ১২-১৮টি এলএনজি কার্গো রপ্তানির প্রস্তাব ব্রুনাইয়ের

গ্রেপ্তার দেখিয়ে সাবেক আইজিপিসহ আট কর্মকর্তাকে কারাগারে

তারেক রহমানের জন্মদিন

১০
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সরজীৎ ১৩ বছর কর্মস্থলে অনুপস্থিত
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে
ইসরাইল আর বিএনপি-জামায়াতের হামলায় পার্থক্য নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো
পুঁজিবাজারে কমেছে লেনদেন
একদিন উত্থানের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন দেশের
বন্ড মার্কেটের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, পুঁজিবাজারে বন্ড কেনাবেচা করার জন্য যে সেকেন্ডারি মার্কেট
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'