মঙ্গলবার, ২০ মে, ২০২৫
Tuesday, 20 May, 2025

রোমাঞ্চকর জয়ে বিজয় দিবস উযদাপন টাইগারদের

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  16 Dec 2024, 14:37
রোমাঞ্চকর জয়ে বিজয় দিবস উযদাপন টাইগারদের...................................ছবি: সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। গৌরবের এ দিনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল সবুজের বিজয় পতাকা উড়ালো টাইগাররা। ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়াল বংলাদেশ। 

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল লিটন দাসের দল। শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করে ২ উইকেট নিয়ে এ জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদ।

স্বাগতিকদের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল এদিন আগে ব্যাট করে ১৪৭ রান সংগ্রহ করেছিল। জবাবে ১৪০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৪৭ রানের পুঁজিতে জয় পাওয়া নিয়ে সন্ধিহান ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের একটিতে ২৯৪ এবং আরেকটিতে তিন শতাধিক রান করে জয়ে দেখা পায়নি সফরকারিরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুরুতেই ক্যারিবিয়দের চেপে ধরে লাল সবুজের বোলাররা। ৬১ রানে ৭ উইকেট তুলে ম্যাচটা প্রায় নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল শেফার্ডকে নিয়ে ম্যাচটা জমিয়ে দেন তার পর। বিধ্বংসী ফিফটিতে অষ্টম উইকেটে ৩৩ বলে ৬৭ রান যোগ করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। ১৮তম ওভারে শেফার্ডকে ফিরিয়ে জুটি ভেঙে ছন্দপতন ঘটান তাসকিন।  তার পরেও পাওয়েল প্রান্ত আগলে কাঁটা হয়ে ছিলেন। তার ব্যাটে অবস্থায় এমন দাঁড়ায় যে ৬ বলে প্রয়োজন ১০ রান। শুরুতে টাইট লেংথের বলে তাদের আটকে রাখতে সমর্থ হন হাসান মাহমুদ। নিয়ন্ত্রিত বোলিংয়েই তৃতীয় ডেলিভারিতে পথের কাঁটা হয়ে দাঁড়ানো পাওয়েলকে লিটনের গ্লাভসবন্দি করিয়ে লড়াইয়ের ইতি টানেন তিনি। তার পর 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ১১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলে ডাক আউট হন লিটন দাস। এরপর ৮ রান করে আফিফ আউট হলে দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেন জাকের আলী। ২৭ বলে ২৭ রান করে জাকের আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি সৌম্য। ৩২ বলে ৪৩ রান করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মাহেদী হাসান ও শামীম পাটোয়ারী। শেষ পর্যন্ত মাহেদীর ২৬ রান এবং শামীমের ১৩ বলে ২৭ রানের ক্যামিওতে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ওবেদ ম্যাকয় ও আখিল হোসেন। এ ছাড়াও রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ একটি করে উইকেট শিকার করেন।

Comments

  • Latest
  • Popular

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত

অফিসার পদে চাকরি দেবে সীমান্ত ব্যাংক

আবারও বাড়লো স্বর্ণের দাম

পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান

ভারত-পাকিস্তান নিয়ে নতুন পরিকল্পনায় পরমাণু শক্তিধর দুই দেশ

ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

১০০০ করে বন্দী বিনিময়ে রাজি রাশিয়া ও ইউক্রেন

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ৯ মাস পার হলেও বড় পরিবর্তন আনা সহজ হচ্ছে না

কক্সবাজার থেকে উড়ার পর খুলে পড়ল বিমানের চাকা, জরুরি অবতরণ

সাবেক সেনাসদস্যদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে, ধৈর্য ধরার পরামর্শ

১০
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে
জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে যুবাদের বিশাল জয়
সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলকে বিপর্যস্ত করে ১৪৬ রানের বিশাল জয় বাংলাদেশি যুবারা। আর
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'