কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি-এফটিএ করতে চায় মালয়েশিয়া । আগামীকাল সোমবার ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে দেশটি। কূটনৈতিক সূত্রে একথা জানা গেছে।
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল দাতো রামলান বিন ইব্রাহিম দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন।
সোমবার বিকেলে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠকে জনশক্তি, বাণিজ্য ও বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।
এই বৈঠকে, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানতবাংলাদেশীদের আবারও কাজের সুযোগ দেওয়ার দাবি জানানো হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
সূত্রটি জানায়, সম্প্রতি অত্যাচার-নীপিড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে নতুন করে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। মালয়েশিয়া প্রকাশ্যে রোহিঙ্গা নীপিড়নের প্রতিবাদ করে। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে একটি জাহাজে করে খাদ্য ও অন্যান্য সামগ্রী পাঠায় মালয়েশিয়া। ত্রাণবাহী জাহাজটি যেন বাংলাদেশে আসতে পারে এজন্য টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সম্মতি দেওয়ায় বর্তমান সরকারের প্রতি খুবই সন্তুষ্ট মালয়েশিয়া সরকার।
আর এজন্য, আগামীকাল সোমবার ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ফলপ্রসু হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন ঢাকার কূটনীতিকরা।
Comments