কূটনৈতিক প্রতিবেদক: মিয়ানমারের সঙ্গে বিশ্বাস ও আস্থার ভিত্তিতে সম্পর্ক বেড়ে ওঠার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান বিদায়ী সাক্ষাৎ করতে আসলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের স্ট্যাট কাউন্সেলর অং সান সু চি-কে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুচির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, তিনি বাংলাদেশ সফরে আসতে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন। খুব শিগগিরি মিয়ানমারের জাতীয় উপদেষ্টা বাংলাদেশে আসবেন বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক, যেগুলো স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, তা দ্রুত হওয়ার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এসময়, মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মিও মিন্ট থান বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ৯ম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানে মিয়ানমার প্রস্তুত রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক অনেক ভালো হওয়ায় এর প্রশংসা করেন রাষ্ট্রদূত। আগামী মাসগুলোতে দুই দেশের সম্পর্ক সবক্ষেত্রে আরো উন্নত হবে।
Comments