শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Saturday, 02 August, 2025

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  18 Jul 2025, 00:23
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ফাইল ছবি: এএনআই

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং সবাইকে নিয়ে জাতীয় নির্বাচন চায় ভারত।  বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল জয়সোয়ালের কাছে। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আপনারা জানেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা (বাংলাদেশে) নির্বাচনকে স্বাগত জানাই, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং যাতে সবার অংশগ্রহণ থাকে।’
ব্রিফিংয়ে এর আগে বুধবার গোপালগঞ্জে সহিংসতা ও গুলিতে চারজন নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘আমাদের অঞ্চলের সব ঘটনার ওপর গভীরভাবে নজর রাখি এবং কী ঘটছে তা বিবেচনায় নিই। সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করি।’
ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ‘পূর্বপুরুষের বাড়ি’সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি নিয়ে দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি।’
আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী মাসে এক বছর পূর্ণ করতে চলেছে। এই প্রেক্ষাপটে ভারত বিশেষ গুরুত্বের উন্নয়ন প্রকল্পগুলোয় সহায়তার বিষয়টি কীভাবে মূল্যায়ন করছে? জবাবে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা ওই দেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক অংশীদারত্ব চাই।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের নেতৃত্ব পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে। আমাদের পররাষ্ট্রসচিব (বিক্রম মিশ্রি) গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর বাংলাদেশি প্রতিপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। আপনারা জানেন, দুই দেশের মধ্যে উন্নয়ন অংশীদারত্বসহ অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা চলমান রয়েছে। সুতরাং এই হলো প্রেক্ষাপট, যা থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রতি আমাদের অবস্থান আপনাদের দেখতে হবে।’
ভারত থেকে বাংলাদেশিদের দেওয়া চিকিৎসা ভিসা সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ‘জরুরি চিকিৎসা, শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে নানা কারণে বাংলাদেশিদের উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা ইস্যু করা হচ্ছে।’

Comments

  • Latest
  • Popular

রোমে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন

অধ্যাপক ইউনূসের সংস্কারের অঙ্গীকারের এক বছর পরেও কারাগারে সাংবাদিকেরা: সিপিজে

শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি

বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক

শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট: এইচআরডব্লিউ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ রয়েছে

প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জুলাই যোদ্ধাদের স্মরণে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল ভারতীয় হাই কমিশন

কার্যক্রম শেষে ভারতীয় মেডিকেল টিমের ঢাকা ত্যাগ

১০
আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল ভারতীয় হাই কমিশন
২০২৫ সালের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের
কার্যক্রম শেষে ভারতীয় মেডিকেল টিমের ঢাকা ত্যাগ
ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল - নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে
ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : প্রাণহানির ঘটনায় নরেন্দ্র মোদির শোক
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক
সংস্কারে সহযোগিতার প্রস্তাব / সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ভারতের
ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'