সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
Monday, 18 August, 2025

কলকাতা উপহাইকমিশনে কোরবানি বন্ধের আদেশ

কলকাতার নিয়োগ বাতিল, ঢাকায় ফেরার নির্দেশ শাবাবকে
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  23 May 2025, 02:13
পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার হিসেবে জুনের প্রথম সপ্তাহে যোগ দেওয়ার কথা ছিল শাবাব বিন আহমেদের। অথচ মিশনে দায়িত্ব নেওয়ার আগেই কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে দেশে–বিদেশে তীব্র প্রতিক্রিয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় শাবাব বিন আহমেদের কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে নিয়োগ বাতিল করেছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দাপ্তরিক আদেশে শাবাব বিন আহমেদকে বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ মিশনের বর্তমান দায়িত্বভার ছেড়ে অনতিবিলম্বে ঢাকায় ফেরার অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে গত বছরের ২১ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে উপহাইকমিশনার হিসেবে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।
কোরবানি বন্ধের নির্দেশনা দেওয়ার পর গণমাধ্যমের নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে শাবাব বিন আহমেদ বলেছিলেন, ‘আমরা কূটনীতিকেরা দেশের জন্য কাজ করি। আমরা যেখানে কাজ করব, সেখানকার পরিবেশ পরিস্থিতির কথা আমাদের মাথায় রাখা দরকার।’ তিনি বলেছিলেন, ‘আমাদের স্বাগতিক দেশের রীতিনীতি মেনে চলা উচিত। কূটনীতিক হিসেবে হোস্ট কান্ট্রির আস্থা অর্জন করা জরুরি।’
প্রসঙ্গত, কলকাতায় বাংলাদেশ মিশনে কোরবানির রেওয়াজ দীর্ঘদিনের। ৩০ বছরের বেশি সময় ধরে ওই মিশনে কোরবানি হয়ে আসছে। প্রতিবছরই কয়েকটি গরু ও ছাগল কোরবানি করা হয়। এই কোরবানির গোশতের একটি বড় অংশ বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়। এ ছাড়া মিশনের চারপাশে বসবাসকারী মুসলিমদের মধ্যেও কোরবানির গোশত বিতরণ করা হয়।
শাবাব বিন আহমেদের জুনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কলকাতায় দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই তিনি মিশনে কোরবানি বন্ধের ব্যাপারে তৎপর হন। এ জন্য তিনি কলকাতা মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা তাঁর কাছে মিশনের কোরবানির বিষয়টির সঙ্গে স্পর্শকাতরতার প্রসঙ্গ তুলে ধরেন। কিন্তু তা অগ্রাহ্য করেন তিনি।
কলকাতা মিশন সূত্রে জানা গেছে, নবনিযুক্ত মিশনপ্রধানকে প্রয়োজনে কোরবানির শেষে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু শাবাব বিন আহমেদ সেই অনুরোধ উপেক্ষা করে মিশনের কর্মকর্তাদের সাফ জানিয়ে দেন, তিনি আগামী ২ জুন দায়িত্ব নেবেন এবং কোরবানির সব ধরনের প্রস্তুতি বন্ধ করতে বলেন। তাঁর ওই সিদ্ধান্তে মিশনের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে কেউই একমত নন। এ ছাড়া বিষয়টি এখন মিশনের বাইরেও জানাজানি হয়েছে।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক

শুভ জন্মাষ্টমী আজ

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫০ বছর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে

জাতিসংঘ পদক পেল বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট

ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ-মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক সই

অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

১০
আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল ভারতীয় হাই কমিশন
২০২৫ সালের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের
কার্যক্রম শেষে ভারতীয় মেডিকেল টিমের ঢাকা ত্যাগ
ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল - নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে
ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : প্রাণহানির ঘটনায় নরেন্দ্র মোদির শোক
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় ভারত
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং সবাইকে নিয়ে জাতীয় নির্বাচন চায় ভারত।  বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'