বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
Wednesday, 26 November, 2025

আফ্রিকার বাজার ধরতে নীতি সহায়তা দরকার: স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
  31 May 2022, 23:34

আফ্রিকার বাজার ধরতে সরকারের কাছে নীতি সহায়তার দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ট্রেড বডিস, ডেভেলপমেন্ট পার্টনারস অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ দাবি তুলে ধরেন তারা।

ব্যবসায়ীরা বলেন, আফ্রিকার কৃষি ও খাদ্যপণ্যের বাজারে চীনের অবস্থান দৃঢ়। পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরেও যথাযথ সুযোগ ও নীতিসহায়তার অভাবে সেই বাজার ধরা যাচ্ছে না।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একযোগ কাজ করছে এফবিসিসিআই। তিনি আরো বলেন, দেশের জিডিপিতে ৮৫ ভাগ যেহেতু বেসরকারি খাতের অবদান, বিভিন্ন দেশের সাথে সরকার পর্যায়ের বৈঠকের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে আন্ত:যোগাযোগ বাড়াতে বিটুবি সভা অবশ্যই করা জরুরি।

বৈঠকে ব্যবসায়ীরা বিদেশে নিয়মিত চাহিদা অনুযায়ী ব্যবসায়ীক প্রতিনিধি পাঠানো, পণ্য রপ্তানীতে ট্যারিফ ও প্যারা ট্যারিফ প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও সেগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দেশে অন অ্যারাইভাল ভিসা চালু, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে বিশ্ব বাণিজ্য সংস্থা আঙ্কটাড, ইউএনডিপিসহ আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগের উন্নতি, বিমানবন্দরে অবকাঠামো ও সেবার মান উন্নয়নের তাগিদ দেন।

কমিটির ডিরেক্টর ইন-চার্জ সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, এফটিএ বিষয়ে শিগগিরই এফবিসিসিআই’র উদ্যোগে সেমিনারের আয়োজন করা হবে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে খাতভিক্তিক আলোচনার উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক পরিচালক শাফকাত হায়দার। ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, কোভিড এর কারণে বিশ্বের দৃশ্যপট পাল্টে গেছে। শ্রীলঙ্কার অবস্থা থেকে আমাদের এখনই নিজেদের নিয়ন্ত্রন করা শিখতে হবে, নাহলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

সভায় আরো উপস্থিত ছিলেন, কমিটির কো-চেয়ারম্যান মোঃ শাফকাত মতিন, আকবর হাকিম, কে এম এইচ শহিদুল হক, মোঃ মোতাহার হোসেন খান, এফবিসিসিআইর পরিচালক রাব্বানি জাব্বার, জামাল উদ্দিন, এম জি আর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, আবু মোতালেব, ড. ফেরদৌসি বেগম, আমজাদ হোসাইন, রেজাউল ইসলাম মিলন, সাবেক পরিচালক মেহদি আলী, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ অন্যান্যরা।

Comments

  • Latest
  • Popular

নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান প্রধান উপদেষ্টা

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : সুপ্রিম কোর্টের রায়

নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আবার ফেরত চাইল বাংলাদেশ

রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা

আড়াই ঘণ্টা ধরে পড়া হলো রায়, এরপর এল মৃত্যুদণ্ডের আদেশ

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর 

১০
কুনমিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক / আমরা কোনো জোট করছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ, চীন ও পাকিস্তান নিয়ে ত্রিপক্ষীয় জোট গঠন হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র
বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা বাড়াতে প্রস্তুত এডিবি
বাংলাদেশের মূল উন্নয়নের জন্য আর্থিক সহায়তা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির
১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশে যে
ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অফিসারবৃন্দ তাঁদের
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'