মালয়েশিয়াসহ সব শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
‘বায়রার সাধারণ সদস্যবৃন্দের’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ১৩টি দেশ মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রেখেছে। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এর ফলে মালয়েশিয়ার ১২ লাখ কর্মীর বাজার বাংলাদেশের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেমিট্যান্স হারাচ্ছে।
মানববন্ধনে বায়রার সদস্যরা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রক্রিয়ায় একটি সুবিধাভোগী গোষ্ঠী বাধা সৃষ্টি করছে। তারা মালয়েশিয়ায় মানব পাচার ও অর্থ পাচারের মিথ্যা অভিযোগ তুলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও জয়েন্ট ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তগুলোকে প্রশ্নবিদ্ধ করছে। বৈধভাবে কর্মী পাঠানো হলেও এ গোষ্ঠীর ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার এখনো উন্মুক্ত করেনি, যা দেশের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহের জন্য হুমকি।
মালয়েশিয়ায় শ্রমবাজার আবার চালু হলে আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ২ লাখ করে ১০ লাখ কর্মী পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন বায়রার সদস্যরা। তাঁরা বলেন, এর মাধ্যমে বছরে অন্তত ৫০০ কোটি ডলার রেমিট্যান্স পেতে পারে বাংলাদেশ। তাই শ্রমবাজারকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের বলি না করে দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন শেষে জনশক্তি রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অভিবাসী শ্রমিকদের স্বার্থ প্রাধান্য দিয়ে স্বল্প ব্যয়ে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে মালয়েশিয়াসহ সব বন্ধ শ্রমবাজার খোলার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আল সুপ্ত ওভারসীসের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার, পূরবী ইন্টারন্যাশনালের মোহাম্মদ মহিউদ্দিন, আর্থ স্মার্ট বাংলাদেশের মোহাম্মদ মাহফুজুর রহমান, ইএমএস ইন্টারন্যাশনালের এ এম এস সাগর, তাসনিম ওভারসীসের মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, আল আকাবা অ্যাসোসিয়েটের মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, আল গিফারীর সাগর মাহমুদ, স্কাইল্যান্ড রিক্রুটিংয়ের মোহাম্মদ মনিরুজ্জামান, আরমান এয়ার ইন্টারন্যাশনালের মোহাম্মদ সাজ্জাম হোসেন, ফ্রিডম ওভারসীসের কফিল উদ্দিন মজুমদার, এসএফ গ্লোবালের হাওলাদার ফোরকান উদ্দিন, দুবাইপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
Comments