রোববার, ০৫ মে, ২০২৪
Sunday, 05 May, 2024

স্পিকারের সাথে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

  14 Dec 2022, 22:30

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, নারীশিক্ষায় অগ্রগতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি বাংলাদেশের ভূমিকার বিষয় নিয়ে আলোচনা করেন। 
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দারিদ্র্যের হার চল্লিশ থেকে একুশ শতাংশে নেমে এসেছে। মাতৃমৃত্যু হ্রাস, মাতৃত্বকালীন ভাতা, অতিদরিদ্র নারীদের জন্য নগদ অর্থ সহায়তা, মেয়েদের উচ্চতর শিক্ষা অর্জন করে স্বাবলম্বী হওয়া ইত্যাদি ক্ষেত্রে সরকার ব্যাপক সুযোগ-সুবিধা বিস্তৃত করেছে। 
তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সরকার দরিদ্র শ্রেণীর পুষ্টির চাহিদা মেটাতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। বাল্যবিবাহ ও নারী সহিংসতা প্রতিরোধের মাধ্যমে লিঙ্গ বৈষম্য অর্জনে বর্তমান সরকার বিশেষ সাফল্য অর্জন করেছে। তৃণমূল পর্যন্ত নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন সরকার নিশ্চিত করেছে। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি বাংলাদেশের কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন সংসদ সদস্যদের এলাকাভিত্তিক 'মাই কনস্টিটিউয়েন্সি' এপে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ সুবিধা, কৃষি, শিশুমৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি মৌলিক খাতসমূহের তথ্যাদি এলাকাভিত্তিক সন্নিবেশিত থাকবে যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এসময়, উন্নত বাংলাদেশ নির্মাণে ইউএনডিপি বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পিকার।
বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে স্টেফান লিলার বলেন, বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ। বাংলাদেশের অবকাঠামোগত ও অন্যান্য উন্নয়ন দৃশ্যমান। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। 
এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএনডিপি বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে ভয়াবহ আগুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

ডক্টরেট সম্মাননা পাচ্ছেন ড. আতিউর

'মডার্ণ পিথিয়ান গেমসের' বাংলাদেশ চ্যাপ্টারের যাত্রা শুরু

এসি-ফ্যান একসঙ্গে চালানো উচিত?

ঠাকুরগাঁওয়ে নলকূপে মিলছে না পানি

উপজেলা চেয়ারম্যানকে বদির গুলি

‘এসি’

১০
সংস্কারের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে আইএমএফ, ছাড় হতে পারে ৬৮.১০ কোটি ডলার
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের যে ঋণ দিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করুন: সরকারের প্রতি অ্যামনেস্টি
অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসকে 'হয়রানি ও ভয়ভীতি' প্রদর্শন বন্ধ করার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার
বাংলাদেশের নির্বাচন পরিস্থিতিতে নজর রাখবে ইইউ
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগের এবং পরের পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নজর রাখবে বলে জানিয়েছেন
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মঙ্গলবার
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'