শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Friday, 13 December, 2024

হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  14 Nov 2024, 14:14
হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক....................................ছবি: সংগৃহীত

নতুন ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে ১৩২ বছরের একটি রেকর্ড ভেঙে আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নিবেন আগামী বছরে জানুয়ারির ২০ তারিখ।

তার আগেই ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৩ নভেম্বর) ওভাল অফিসে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বৈঠক হয়, যা দেশটির ক্ষমতার পালাবদলের ঐতিহ্যের অংশ। খবর আলজাজিরার।  

দীর্ঘকালীন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিভিন্ন নীতি নিয়ে মতবিরোধ সত্ত্বেও ক্ষমতার মসৃণ স্থানান্তর প্রদর্শনের জন্য একটি বৈঠক করেছেন তারা।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এই বৈঠকে জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতেও কথা বলেন তারা। খবর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের।

এই দুই মার্কিন নেতা হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠক প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র কারাইন জিন-পিয়ের সাংবাদিকদের বলেন, তারা দেশ ও বিশ্বের সামনে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, বাইডেন যুক্তি দিয়েছিলেন যে ইউক্রেনকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ভালো কারণ একটি শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ আমেরিকাকে যুদ্ধে টেনে আনা থেকে বিরত রাখবে।

এ বৈঠকে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরেক বার্তা সংস্থা নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, তিনি এবং বাইডেন মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। ট্রাম্প বলেন, আমরা কোথায় আছি সে সম্পর্কে আমি তার মতামত জানতে চেয়েছিলাম এবং তিনি সেগুলি আমাকে জানিয়েছেন। তিনি খুব বিনয়ী ছিলেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। পরবর্তীতে ২০২৪ এর এই নির্বাচনে সরে দাঁড়ান বাইডেন। তার পরিবর্তে ডেমোক্রেট প্রার্থী হন কমলা হ্যারিস। তিনি ট্রাম্পের কাছে পরাজিত হন।

এর আগে এই দুই মার্কিন নেতা বছরের পর বছর ধরে একে অপরের সমালোচনা করে আসছিল। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে রাশিয়া, বাণিজ্য নীতি নিয়ে তাদের নিজ নিজ দলগুলি ব্যাপকভাবে ভিন্ন অবস্থান প্রদর্শন করে।

৮১ বছর বয়সী বাইডেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে চিত্রিত করেছেন বহুবার। অন্যদিকে ৭৮ বছর বয়সী ট্রাম্প বাইডেনকে অযোগ্য হিসাবে চিত্রিত করেছেন। ২০২০ সালের মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প ভোট জালিয়াতির দাবি ‍উত্থাপন করেছিলেন।

বৈঠকের শুরুতে জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ট্রাম্পকে অভ্যর্থনা জানান। হোয়াইট হাউস জানিয়েছে যে তিনি ট্রাম্পকে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্য অভিনন্দন জানিয়ে একটি হাতে লেখা চিঠি দিয়েছেন এবং এই পরিবর্তনে সহায়তা করার জন্য তার দলের প্রস্তুতি প্রকাশ করেছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, আসন্ন রাষ্ট্রপতির মন্ত্রিসভার কিছু সদস্যকে ঘোষণা করা ট্রাম্পের দলটি এখনও এমন চুক্তিতে স্বাক্ষর করেনি যা অফিসের স্থান এবং সরকারী সরঞ্জামের পাশাপাশি সরকারী কর্মকর্তা, সুবিধা এবং তথ্যের অ্যাক্সেসের দিকে পরিচালিত করবে।

ট্রাম্প ট্রানজিশনের মুখপাত্র ব্রায়ান ভ্যান্স বলেন, ট্রাম্প-ভ্যান্স ট্রানজিশনের আইনজীবীরা বাইডেন-হ্যারিস প্রশাসনের আইনজীবীদের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

Comments

  • Latest
  • Popular

ঢাকার রাশিয়ান হাউজে রুশ প্রামাণ্যচিত্র উৎসব

বাংলাদেশের ৫৩ তম মহান বিজয়বার্ষিকী উদযাপন করলো ঢাকাস্থ রাশিয়ান হাউস

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলতাব  সম্পাদক  মাসুম 

বড়দিন-থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে নিষেধাজ্ঞা

নিষিদ্ধ হচ্ছে ই-সিগারেটে আমদানী

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

সার্ককে সক্রিয় করলে দক্ষিণ-এশিয়ার দেশগুলো লাভবান হবে: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষুদ্র প্রতিবন্ধক: ভারত

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ

১০
শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষুদ্র প্রতিবন্ধক: ভারত
ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না
ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি
ভারতের রাজধানী দিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, যার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস
সিরিয়ায় আসাদের পতন, ৫৪ বছরের শাসনের অবসান
সিরিয়ার 'স্বৈরশাসক' প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। এতে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের
সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার-আল আসাদ
সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার-আল আসাদ। রোববার (৮ ডিসেম্বর) সকালে সিনিয়র ‍দুই সেনা কর্মকর্তার বরাতে বার্তা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'