বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
Wednesday, 05 February, 2025

ঢাকায় আসছে নেদারল্যান্ডসের বাণিজ্য প্রতিনিধিদল

কূটনৈতিক  প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  04 Feb 2025, 20:42
নেদারল্যান্ডসের পতাকা ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসের একটি বাণিজ্য প্রতিনিধিদল ১০ ফেব্রুয়ারি চার দিনের সফরে বাংলাদেশে আসবে। প্রতিনিধিদলে ১৮টি ডাচ কোম্পানির প্রতিনিধিসহ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
নেদারল্যান্ডস সার্কুলার টেক্সটাইল প্রোগ্রামের অংশ হিসেবে এটি বাংলাদেশে তাদের প্রথম বাণিজ্য মিশন। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও নেদারল্যান্ডসের কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি ও শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে কাজ করবে এই প্রতিনিধিদল।
নেদারল্যান্ডসের বাণিজ্য প্রতিনিধিদলটির এই সফরের আয়োজন করেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস ও নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও)। তা ছাড়া সহযোগী হিসেবে রয়েছে এক্সপোর্ট পার্টনার, ক্লিন অ্যান্ড ইউনিক এবং তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। বিএইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিএই জানায়, সফরকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলটি বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত ‘ষষ্ঠ সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম’ (এসএএফ) শীর্ষক দিনব্যাপী এক সম্মেলনে যোগ দেবে। বাংলাদেশকে বৈশ্বিক তৈরি পোশাকশিল্পে দায়িত্বশীল সোর্সিংয়ে নেতৃস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনকে উৎসাহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স এক বিবৃতিতে বলেন, তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। বিনিয়োগ ও পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। নেদারল্যান্ডস মনে করে, বাংলাদেশে এই খাতের অনেক সম্ভাবনা রয়েছে। সে জন্য সার্কুলার টেক্সটাইল প্রোগ্রাম চালু করা হয়েছে। বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানিগুলোর মধ্যে প্রযুক্তিগত ব্যবধান হ্রাস ও শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এই বাণিজ্য মিশন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

Comments

  • Latest
  • Popular

হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হচ্ছে প্রায় ৫০ লাখ ভোটার

ঢাকায় আসছে নেদারল্যান্ডসের বাণিজ্য প্রতিনিধিদল

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নতুন পদ্ধতিতে ভিসাসেবা দেবে মার্কিন দূতাবাস

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সচেতনতা বৃদ্ধিতে সিডনিতে অবহিতকরণ সভা 

বৃহত্তর ওয়াশিংটন ডিসি ডুয়াফির নতুন কমিটির শপথ গ্রহণ

লিবিয়ায় তীরে ভেসে এলো ২০ মরদেহ, বাংলাদেশি বলে ধারণা

সরকারে থেকে যদি দল গঠন করেন, এ দেশের মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল

একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমানের মেয়েকে বিয়ে করলেন সারজিস

১০
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সেদেশের সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ
বাংলাদেশে উন্নয়নসহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড
বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন কর্মসূচিতে সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। অন্য দুটি দেশ হলো
বাংলাদেশে নতুন বাণিজ্য দূত নিয়োগ যুক্তরাজ্যের
বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিয়োগ পেয়েছেন রোজি উইন্টারটন। তিনি যুক্তরাজ্য–বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও
জি এম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'