বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Wednesday, 15 January, 2025

‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক পেলেন সুলতানা লায়লা ও জাপানের রাষ্ট্রদূত

  07 Jul 2022, 22:13

দেশের স্বার্থরক্ষা এবং সম্পর্ক উন্নয়নে দুই কূটনীতিককে ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক দেওয়া হয়েছে। পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কূটনীতিকদের এ পুরস্কার প্রদান করেন। প্রধানমন্ত্রীর পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই কূটনীতিকের হাতে পদক তুলে দেন।

সুলতানা লায়লা সশরীরে পুরস্কার গ্রহণ করেন। অন‌্যদিকে বর্তমানে টোকিওতে অবস্থান করায় জাপানের রাষ্ট্রদূত ইতোর পক্ষে পুরস্কার গ্রহণ করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে কয়েক হাজার বাংলাদেশি ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য ইউরোপীয় দেশে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সুলতানা লায়লা হোসেন অসাধারণ অবদান রাখায় তাকে এবং তার দলকে (দূতাবাস) এ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে সুলতানা লায়লা তার প্রতিক্রিয়ায় বলেন, ইউক্রেন থেকে বাংলাদেশিদের দেশে এবং পোল‌্যান্ড নিয়ে যাওয়া খুব চ্যালেঞ্জের ছিল। পুরো দূতাবাসের সহযোগিতায় এই কঠিন কাজ করা সম্ভব হয়েছে। ওই সময় ২৪ ঘণ্টাই কাজ করেছে দূতাবাসের কর্মকর্তারা। পোল‌্যান্ড সরকারকে ধন‌্যবাদ জানাতে চাই, কেননা তাদের সহযোগিতা না পেলে পাসপোর্ট ছাড়া ইউক্রেন থেকে বাংলাদেশিদের নেওয়া সম্ভব হতো না।

অন্যদিকে ইতো নাওকিও ঢাকা-টোকিও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

ভার্চুয়ালি প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, এটা এমন একটা মুহূর্ত যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। পুরস্কারে ভূষিত হয়ে আমি সম্মানিত বোধ করছি। জাপান ও বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। আমাদের সম্পর্ককে অন‌্য উচ্চতায় নিতে চাই। জাপান উন্নয়ন সহযোগী হিসেবে অব‌্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকবে। ইন্দো-প‌্যাসিফিকে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর এ পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথমবার এ পুরস্কার পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘বিশ্বব্যাপী বঙ্গবন্ধু কর্নার’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

Comments

  • Latest
  • Popular

পদত্যাগ করেছেন টিউলিপ

নেত্রকোনায় কলেজ শিক্ষককে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনায় বোরো আবাদে ব্যস্ত কৃষকরা এবং হাওরে আবাদ শেষ পর্যায়ে 

এলপিজির নতুন মূল্য নির্ধারণ

কুয়েতে আরও বাংলাদেশর দক্ষ জনবল নিয়োগের আহবান রাষ্ট্রপতির

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ভোটার হালনাগাদ নিয়ে নির্দেশনা দিলো ইসি

বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পাশে কানাডা

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

১০
বাংলাদেশ–চীন সম্পর্ক: প্রতিরক্ষা ও অর্থনীতিতে মনোযোগ সরকারের
বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিপ্লব–পরবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎকে সামগ্রিকভাবে
কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী চীন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী
চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশ
চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশি পণ্য। সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের
ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম
ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা দিতে আজ রোববার চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'