বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
Thursday, 15 May, 2025
বাংলাদেশ-জাপান বৈঠক

জসীম উদ্দিন নন, বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নজরুল ইসলাম

প্রথম আলো
  14 May 2025, 20:00

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের ১৫ মে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে গত সোমবার হঠাৎ করেই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত ওই বৈঠক হচ্ছে। তবে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন নন, বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।
বেশ কিছুদিন আগেই দুই দেশ টোকিওতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার দিনের প্রথম ভাগে জাপান দূতাবাসে কূটনৈতিক পত্র পাঠিয়ে জানিয়ে দেয় ‘অনিবার্য কারণে’ বাংলাদেশ বৈঠকটি স্থগিত করছে। চলতি মাসের শেষ সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের টোকিও সফরের কথা। তার আগে দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক স্থগিতের কথা উঠেছিল।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জাপান বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে আনে। ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়কে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের পরিবর্তে ১৫ মে প্রস্তুতিমূলক সভা করার প্রস্তাব পাঠাতে বলেন জাপানকে। পরে সোমবার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রসচিবদের পূর্বনির্ধারিত বৈঠক নিয়ে কথা বলেন। এরপর ঠিক হয় টোকিওতে বাংলাদেশের সঙ্গে জাপানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। তবে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন নন, ১৫ মের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।
জানতে চাইলে মো. নজরুল ইসলাম টোকিওতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে তাঁর যোগ দেওয়ার তথ্য মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন তা জাপানকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে উদ্ভূত পরিস্থিতিতে ১৫ মের টোকিওর বৈঠক নিয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল দুপুরে তাঁর দপ্তরে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার পর সাইদা শিনইচি প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী বলতে পারি টোকিওতে ১৫ মে পররাষ্ট্রসচিবদের পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। যেহেতু এ মাসের শেষে অধ্যাপক ইউনূসের টোকিও যাওয়ার কথা। তাঁর সফর নিয়েও বৈঠকে আলোচনা হবে।’
সপ্তাহখানেক আগেও ঢাকা-টোকিও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে বৈঠকটি স্থগিত করায় শুধু জাপান নয়, বিস্মিত করে সরকারের নীতিনির্ধারণী মহলকেও। কারণ, জাপানের মতো পরীক্ষিত বন্ধু দেশে অধ্যাপক ইউনূসের সফরের ঠিক আগে ‘অনিবার্য কারণে’ পররাষ্ট্রসচিবদের বৈঠক স্থগিত করাটা অনাকাঙ্ক্ষিত। নির্ধারিত বৈঠকটি না হলে জাপানের কাছে বাংলাদেশ সরকারের বিষয়ে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা থাকে। অবশ্য শেষ পর্যন্ত সরকারের যথাযথ হস্তক্ষেপের কারণে দুই দেশের মাঝে অহেতুক জটিলতা সৃষ্টির আশঙ্কা দূর হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, জাপানের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক স্থগিতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের যোগসূত্র রয়েছে। এক সপ্তাহ আগে সরকারের নীতিনির্ধারণী মহল জসীম উদ্দিনকে পররাষ্ট্রসচিবের পদ থেকে সরানোর প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে কোনো আদেশ জারি হয়নি।
এই মুহূর্তে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জার্মানি সফরে আছেন। আগামী বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা। তৌহিদ হোসেন দেশে ফেরার পর পররাষ্ট্রসচিব পদে পরিবর্তন আর জসীম উদ্দিনের ভবিষ্যতের বিষয়টি চূড়ান্ত হবে বলে আভাস দিয়েছেন সরকারি কর্মকর্তারা।
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচি
কূটনৈতিক সূত্র জানিয়েছে, টোকিওতে ১৫ মে বাংলাদেশ এবং জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুই ভাগে অনুষ্ঠিত হবে। শুরুতে দুই দেশ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবে। ওই পর্বে জাপান দুই দেশের সম্পর্কের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবে। এ সময় জাপানের অবাধ ও মুক্ত ভারত- প্রশান্ত মহাসাগর নিয়ে অবস্থান তুলে ধরার কথা। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও কথা বলবে জাপান। অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতার পাশাপাশি সংস্কৃতি বিনিময় ও মানুষে মানুষে যোগাযোগ নিয়ে আলোচনা উত্থাপন করবে বাংলাদেশ। প্রথম পর্বে রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গটি বাংলাদেশের আলোচনায় উত্থাপনের কথা রয়েছে।
বৈঠকের দ্বিতীয় ভাগে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া আর জাপানের পক্ষ থেকে চীনসহ পূর্ব এশিয়া নিয়ে আলোচনা করার কথা। বৈশ্বিক প্রসঙ্গ আর আন্তর্জাতিক পরিমণ্ডলের একে অন্যকে সহযোগিতার প্রসঙ্গ নিয়ে জাপানের আলোচনা করার কথা।

Comments

  • Latest
  • Popular

সাবেক সেনাসদস্যদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে, ধৈর্য ধরার পরামর্শ

জসীম উদ্দিন নন, বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নজরুল ইসলাম

ওয়েবসাইট–ফেসবুক–ইউটিউবসহ আ. লীগ–অঙ্গসংগঠনের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন

শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

ড. ইউনূসের ব্যক্তিগত সম্পদের ব্যাপারে জানালেন প্রেস সচিব

বিডিআরের ৪০ জওয়ানের জামিন

‘স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

১০
বিগ-বির মাধ্যমে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
এক দশক আগে বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের জন্য বিগ-বি নামে পরিচিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ
গভর্নর ইউবোর সাক্ষাৎ / চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের
২১০ কোটি ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি চীনের
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে ২১০
ঢাকা-বেইজিং এক চুক্তি ৮ সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা–সংক্রান্ত একটি চুক্তি এবং ক্ল্যাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা,
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'