লোকমুখে প্রচারিত যে পাথরগুলি জীবন্ত এবং এক-একটির বয়স নাকি লক্ষ লক্ষ বছর। কোনওটিকে হাতের মুঠোয় নেয়া যায়। কোনটি আবার উচ্চতায় সাড়ে ৪ মিটার। সারা রোমানিয়া জুড়ে এ ধরনের অসংখ্য পাথর রয়েছে।
স্থানীয়রা মনে করেন, বুদবুদের মতো দেখতে এই পাথরগুলি বৃদ্ধি পায়। প্রতি ১২০০ বছরে বৃদ্ধির গতি ৪- ৫ সেন্টিমিটার ।
বছর বছর ধরে বৃষ্টির পানিতে নাকি পাথরের আকার বৃদ্ধি পায়। সাধারনতঃ পাথরের ক্ষয় হয়। কিন্তু সেগুলি বৃদ্ধি পায় কিভাবে? তাহলে কি এই পাথরগুলি জীবিত? স্থানীয়রা অন্তত তাই মনে করে। এমনও হয় নাকি? তাই উৎসুক পর্যটকেরা পাথরগুলি দেখতে ভিড় করেন রোমানিয়াতে । সূত্র : আনন্দবাজার, ১৮ জুলাই
Comments