বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫
Thursday, 06 November, 2025

সংবাদ সারাবেলা অফিস ঘুরে গেলেন দেশের প্রথম নারী ফুটবলার রেহানা পারভীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  03 Jun 2023, 21:22

দেশের ক্রীড়াঙ্গনে প্রথম নারী ফুটবলার রেহানা পারভীন। একই সঙ্গে কাবাডি, হ্যান্ডবলে জাতীয় দলে খেলেছেন তিনি। কুড়িগ্রামে জন্ম নেওয়া ক্রীড়াবিদ ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন বড় খেলোয়াড় হওয়ার। আজ তার স্বপ্ন ডানা মেলতে মেলতে আকাশ ছুঁয়েছে।

রেহানার পারভীনের জাতীয় প্রতিযোগিতায় অভিষেক ঘটে ২০০৬ সালে। তখন প্রথম আন্তঃজেলা নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলার পক্ষে অংশগ্রহণ করেন তিনি। তার নৈপুণ্যতায় ঢাকা প্রতিযোগিতা শিরোপা জয় করেছিল। তারপর কাবাডি এবং পরে বাংলাদেশ গেমসে হ্যান্ডবলেও চ্যাম্পিয়ন হয় তার দল। এক সময় তিন খেলাতেই তার সমান দক্ষতার খবর ছড়িয়ে পড়ে।

২০০৬ সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ১০ম সাফ গেমসে মহিলা জাতীয় কাবাডি দলে খেলার সুযোগ আসে এবং সেখানে তিনি তার অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। সাফ গেমস থেকে দেশে ফিরেই ডাক পান এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব ফুটবলে। ভারতে উড়িষ্যায় আমন্ত্রণমূলক মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাফুফে একাদশের হয়ে ৭টি প্রদেশে খেলেন তিনি। সেখানেও দুটি ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার পান। ২০১২ সালে ভারতের পাটনায় অনুষ্ঠিত প্রথম মহিলা বিশ্বকাপ কাবাডিতে তিনি বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। ফিফা এম এ এলিট রেফারিস কোর্স সম্পন্ন করেছেন তিনি। 

এছাড়াও কোচের স্বীকৃতি হিসেবে এএফসি ‘ সি’ লাইসেন্স আছে তার। ভলিবল কোচেস কোর্সও করেছেন সংগঠক রেহানা পারভীন। দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রপতি আনসার সেবাপদক গ্রহণ করেছেন তিনি।

দেশের প্রথম এই নারী ফুটবলার ঘুরে গেলেন জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার অফিস।

গতকাল শনিবার (৩ জুন) রেহানা পারভিন সংবাদ সারাবেলার কাটাবন অফিসে এসে পৌঁছলে পত্রিকাটির সম্পাদক ও দেশের প্রথম কূটনীতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ঢাকাডিপ্লোম্যাটডটকমের সম্পাদক আবদুল মজিদ তাকে স্বাগত জানান।

এসময় তিনি তার খেলাধুলার জীবন, আকাশ ছোঁয়া স্বপ্ন, মেয়েদের ফুটবলে বাধা-বিপত্তি, ভালো লাগা, খারাপ লাগা শেয়ার করেছেন।

তিনি শেয়ার করেছেন তার ফুটবলে আসার গল্প। জীবনের দূরন্তপনার সময়গুলো।  

এসময় রেহানা পারভীন বললেন, ক্রীড়াঙ্গনে নারীরা সুযোগ-সুবিধা কম পায়। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নারী খেলোয়াড়দের প্রতি সুনজর দিতে হবে। তাহলে নারীরাও ক্রীড়াঙ্গনে অসামান্য অর্জন দেখাতে সক্ষম হবে।

দেশের মাটিতে মেয়েদের নিয়ে বেশি বেশি টুর্নামেন্ট হলে তারা নিজেদের ঝালিয়ে নিতে পারতো বলেও তিনি মন্তব্য করেন। 

মেয়েদের ফুটবলে না আসার কারণে তিনি জানালেন, আমি মনে করি তাদেরকে মূল্যায়ন করা হয় কম। যদি তাদের পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিকটা ভালো হতো, তারা বাবা মায়ের হাতে নিজেদের ভালো মানের আয়টা তুলে দিতে পারতো, তখন দেখতেন, অভিভাবকরাও আগ্রহী হতেন তাদের মেয়েদের এখানে পাঠাতে। তবে দিন দিন আমরা আশার আলো দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। তিনি আমাদের প্রতি নজর দিয়েছেন।

তিনি বললেন, একসময় মেয়েদের অনেক বাঁধা ছিলো। মেয়েরা খেলাধুলায় আসবে কিনা এই দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে হতো। তবে আশার কথা এখন সময় বদলেছে, এখন অধিকাংশ মেয়েরাই আসছে খেলাধুলায় এবং নারীরা তাদের দক্ষতা দেখাতে সক্ষম হচ্ছে।

পরিশেষে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য করলেন দেশের ইতিহাসে প্রথম এই নারী ফুটবলার।

 

Comments

  • Latest
  • Popular

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

জেলহত্যা দিবস আজ

অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন: অজিত দোভাল

লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি

বিএফটিআই ও আইটিডি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

'বাতিলের তালিকা সঠিক নয়’, ভারতের সঙ্গে কোন চুক্তির কী অবস্থা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা 

সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব নয়

বাংলাদেশ–কুয়েত প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত

মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ বাংলাদেশের  অংশগ্রহণ 

আগুন নিয়ন্ত্রণে, ৭ ঘণ্টা পর সচল শাহজালাল বিমানবন্দর

১০
১৪ দিনের লড়াই শেষ, স্তব্ধ হলো ফরিদা পারভীনের কণ্ঠ
তাঁর কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়েছে বাংলাদেশ। তাঁর দৃপ্ত গায়কির আকর্ষণ আচ্ছন্ন করেছে বাংলা গানের শ্রোতাদের।
ঢাকায় রাশিয়ান হাউজে লোকগানের উৎসব “দোব্রোভিদেনির”র বিশেষ প্রদর্শনী
গত ৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে পিতৃভূমির রক্ষকের বর্ষ এবং মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম
ঢাকাস্থ রাশিয়ান হাউজে উদযাপিত হলো ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’
২০২৫ সালের ১০ জুলাই ঢাকাস্থ রাশিয়ান হাউজে ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’ উপলক্ষে এক আনুষ্ঠানিক
ঢাকা ছাড়ার আগে স্ত্রীকে যাত্রী সাজিয়ে চালকের আসনে জার্মান দূত
স্ত্রী বেটিনা টোস্টারকে রিকশায় সওয়ারি বানিয়ে চালকের আসনে বসলেন জার্মান রাষ্ট্রদূত আখিম টোস্টার। চললেন কিছুটা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'