
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন।
মাথায় গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে লেখা হয়েছে, "ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।"
এছাড়া, তার প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে।
জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।
গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়।
তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।
Comments