বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তদন্ত শুরু করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে তদন্ত কার্যক্রম শুরু।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের এ দল বাংলাদেশে এসেছে। দলটি শুরুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে। এসব ঘটনার কারণ বিশ্লেষণ করবে। ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপের সুপারিশ করবে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক এর আগে বলেছিলেন, বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় জাতিসংঘ তদন্ত করবে।
এদিকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ছাত্র আন্দোলনে নিহত ও আহতের রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত এবং ৩০,০০০ এরও বেশি আহত হয়েছে।
Comments